ফাইনালে যেতে ভারতের চাই ২৪০

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতে ২৪০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে কেন উইলিয়াসনের দল।

বৃষ্টির কারণে গতকাল মঙ্গলবার যেখানে থেমেছিল আজ সেখান থেকেই শুরু হয়েছে খেলা। মঙ্গলবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪৬.১ ওভার শেষে ব্ল্যাক ক্যাপসদের সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ২১১ রান। যেখানে রস টেলর ৬৭ ও টম ল্যাথাম ৩ রানে অপরাজিত ছিলেন।

আজ বুধবার খেলা শুরুর পর অবশিষ্ট ২৩ (৩.৫ ওভার) বলে ৩ উইকেট হারিয়ে ২৮ রান স্কোর বোর্ডে যোগ করে কেন উইলিয়ামসনের দল। ফলে একরকম সহজ টার্গেট পেয়েছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

৪৮তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজার সরাসরি থ্রোতে ব্যক্তিগত ৭৪ রানে রানআউট হয়ে ফিরেন রস টেলর। তার ৯০ বলের ইনিংসে ৩টি চার ও এক ছক্কার মার ছিল। এছাড়া দলের পক্ষে ৬৭ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের পক্ষে ৪৩ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন ভুবেনশ্বর কুমার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »