https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
আজকের ম্যাচে যে দলই জিতুক না কেন বিশ্বকাপের ট্রফি যে নতুন দলের ছোয়া পাচ্ছে সেটা নিশ্চিত। ২৭ বছর পর ফাইনালে ওঠা ইংল্যান্ড ঘরের মাঠে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা খরা ঘোচানোর ক্ষেত্রে এগিয়েই রয়েছে। অন্যদিকে গত আসরে ফাইনাল খেলেও শিরোপার স্বাদ না পাওয়া কিউইরা নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলতে মরিয়া হয়েই থাকবে।
দুই দলের একাদশ
নিউজিল্যান্ডঃ মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম লাথাম, জেমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসেন।
ইংল্যান্ডঃ জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।