ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামছে কোলকাতা-হায়দ্রাবাদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইপিএল ২০২৪ এর গ্রুপ পর্বের ৭০ ম্যাচ শেষে আজ থেকে প্লে অফের খেলা মাঠে গড়াচ্ছে। রাত ৮.০০ ঘটিকায় আহমেদাবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কোলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ ১ম কোয়ালিফায়ার ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।

এই ম্যাচে জয়ী দল চলে যাবে সরাসরি ফাইনালে। পরাজিত দল রাজস্থান বনাম আরসিবির মধ্যকার এলিমিনিটর ম্যাচে জয়ী দলের সাথে ২য় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে এবং সেখানে জয়ী দল ফাইনাল খেলবে আজকের জয়ী দলের সাথে।

কোলকাতা এবং সানরাইজাস দুই দলই পাওয়ার ক্রিকেট খেলছে এবার। বিশ্বকাপজয়ী প্যাট কামিন্সের অধিনায়কত্বে দূর্দান্ত সানরাইজার্স, ব্যাট হাতে অভিষেক, হেড, ক্লাসেন, মার্কারামরা যেমন তান্ডব চালিয়ে রানের পাহাড় গড়ছে, তেমনি বল হাতেও কামিন্স ভূবেনশ্বর কুমাররা অসাধারণ নৈপুণ্য দেখাচ্ছে। কোলকাতাও শ্রেয়াস আয়ারের নেতৃত্বে দূর্দান্ত ক্রিকেট খেলছে। বিশেষ করে সুনিল নারিন ও আন্দ্রে রাসেলের দূর্দান্ত অলরাউন্ডার নৈপুণ্যের পাশাপাশি ফিল সল্ট, ভেঙ্কটেশ, রিংক সিংহদের দূর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে শীর্ষস্থানে থেকেই গ্রæপপর্ব শেষ করেছে কোলকাতা।

দুই দলেই মূল শক্তি এবার ব্যাটিং। আজও আহমেদাবাদে রান বন্যা হতে পারে। তবে শেষ পর্যন্ত বোলাররাই গড়ে দিতে পারে পার্থক্য।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »