ফাইনালে অপ্রীতিকর ঘটনার জন্য শাস্তি পেলেন ৫ ক্রিকেটার

সাজিদা জেসমিন »

স্বপ্নের মতো শেষ হলো অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপ ফাইনাল। বিশ্বসেরার মুকুট উঠলো বাংলাদেশের হাতে। ট্রফি নিয়ে টাইগাররা দেশে ফিরবে আগামী ১২ই ফেব্রুয়ারি। এত সুখের স্মৃতির মাঝে এলো আরেক দুঃসংবাদ।

তরুণ বয়সে একটু উষ্ণ স্বভাবের হওয়া স্বাভাবিক, তবে সেটি মানিয়ে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। ফাইনাল ম্যাচের পর উৎযাপনকালীন বিবাদে জড়ানোর কারণে এবার নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন ৫ ক্রিকেটার।

বাংলাদেশ দলের তৌহিদ হৃদয় ১০ম্যাচ, শামীম হোসেন ৮ম্যাচ, রাকিবুল হাসান ৪ ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন। অপরদিকে, ভারতের আকাশ সিং ৮ ম্যাচ এবং রবি বিষ্ণুকে ৫ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তৌহিদ হৃদয়, শামীম হোসেন এবং ভারতের আকাশ সিং কে ৬ টি ডিমেরিট পয়েন্ট এবং রাকিবুল হাসান ও রবি বিষ্ণুকে ৫টি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। পাশাপাশি বাংলাদেশের অভিষেক দাশকে আউটের পর উত্তেজিত প্রতিক্রিয়া দেখানোর কারণে আরো বাড়তি ২টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
এই শাস্তি পরবর্তী সিনিয়র বা অনূর্ধ্ব-১৯ পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচ থেকেই কার্যকর করা হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »