https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। বিশ্বকাপের শুরুতে নিউজিল্যান্ড ফেভারিটদের তালিকায় না থাকলেও তারাই টানা দ্বিতীয়বার উঠেছে বিশ্ব মঞ্চের ফাইনালে।
এদিকে ফাইনাল ম্যাচের টিকিটের ৪১ শতাংশ আগেই দখলে নিয়েছিলেন অতি উৎসাহী ভারতীয় সমর্থকরা। তবে সেমি ফাইনাল থেকেই ভারতের বিদায়ে ভারতীয় সমর্থকদের মন ভেঙেছে সেটা যেমন সত্যি তেমনি এই টিকিট চরা মূল্যে কালো বাজারে বিক্রি করবে সেটাও সত্যি।
সাধারণভাবে একটি টিকিটের মূল্য ২৯৫ পাউন্ড হলেও কালোবাজারিরা সেই টিকিট বিক্রি করছেন ১৬ হাজার পাউন্ড বা তারও বেশি! যা বাংলাদেশী টাকায় মূল্য আসে প্রায় ১৭ লক্ষ টাকা!
এত চড়া মূল্যে টিকিট কিনেও খেলা দেখতে আগ্রহী ইংল্যান্ডের দর্শকরা। কেননা ২৭ বছর পর স্বপ্নের ফাইনালে গিয়েছে মরগানরা। শিরোপা খরা ঘুচিয়ে নিজের দেশকে ট্রফি উপহার দিতে মরিয়া হয়েই আছেন ইংলিশ দলের ক্রিকেটাররা।