ফস্টারের চোখে ‘৩৬০ ডিগ্রি খেলোয়াড়’ মুশফিক

মমিনুল ইসলাম »

ক্রিকেট বিশ্বে ৩৬০ ডিগ্রী খেলোয়াড়ের তকমা আছে কেবল মাত্র একজন ক্রিকেটারের গায়ে। দক্ষিন আফ্রিকার এবিডি ভিলিয়ার্সকে বলা হয় মি. ৩৬০ ডিগ্রী। তবে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে ৩৬০ ডিগ্রী খেলোয়াড় হিসেবে আখ্যা দিলেন জেমস ফস্টার। বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের হেডকোচ জেমস ফস্টার মজেছেন মুশফিকের অনবদ্য ব্যাটিংয়ে।

এবারের বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহীর করা দলীয় সর্বোচ্চ রানকে টপকে ৫ উইকেটের জয় তুলে নেয় খুলনা টাইগার্স। যেখানে ৯৬ রানের অনবদ্য এক ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক মুশফিকুর রহিম। রাজশাহীর পাহাড় সমান রান টপকে দল জয় পাওয়ায় বেশ তৃপ্ত হেডকোচ জেমস ফস্টার। ম্যাচ শেষে মুশির অনবদ্য ইনিংসের জন্য তাকে ভাসিয়েছেন প্রশংসার বন্যায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ফস্টার বলেন, ‘মুশফিক বেশ বড় মাপের খেলোয়াড়। সে কন্ডিশন ও পরিবেশ পরিস্থিতি ভালো বুঝে আর যা করার দরকার ছিলো তাই করেছে। সে ৩৬০ ডিগ্রীর একজন খেলোয়াড়। যখন খুলনা টাইটান্সের হয়ে খেলতাম তখন তার বিপক্ষে খেলেছিলাম। তাকে বোলিং করাটা বেশ কঠিন। সে বেশ শক্তিশালী আর খেলোয়াড় হিসেবে একেবারে পরিপূর্ণ প্যাকেজ বলা চলে।’

৯৬ রানের ঝলমলে ইনিংসে ছিল ৪ টি ছয় ও ৯ টি চার। ৯৬ রানের ইনিংস খেলতে মাঠের চারপাশকেই ব্যবহার করেছেন মুশফিক। তার প্রিয় শটস স্লগ সুই ছাড়াও খেলেছেন চোখ ধাঁধানো স্কুপ। এবিডি ভিলিয়ার্সের মতই মাঠের চারপাশটা কাজে লাগিয়েছেন রান করতে। আর যেকারনেই তাকে এমন বিশষনে বিশেষায়িত করেছেন ফস্টার।

তিনি আরও বলেন, ‘মুশফিক ৩৬০ ডিগ্রী খেলোয়াড়। সে মাঠের চারপাশেই খেলতে পারে। এমন ক্রিকেটারকে বল করা বেশ কঠিন। খেয়াল করে দেখবেন কেউ মিডউইকেটে শক্তিশালি আবার কেউ মিডঅফে কিন্তু মুশি পিছনেও খেলতে পারে। আবারও উইকেটের সামনেও খেলতে পারে। এসব আসলে ভাগ্যের কারনে আসে না। এসব কেবল মাত্র আসে অনেক পরিশ্রম ও অনুশীলন করা থেকে আসে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »