সানিউজ্জামান সরল »
বেশ কয়েকদিন ধরেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তামিম ইকবাল। গত বিশ্বকাপের পর থেকেই তামিমের ব্যাট গুমরামুখির ভুমিকায়। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেই যেন বিপিএলের প্রথম ম্যাচে আরেকটি ব্যর্থতার গল্পে বিভর হয়েছিল তামিমের ব্যাট। তবে ২য় ম্যাচেই ঘুরে গেল পাশার দান। দেশ সেরা ব্যাটসম্যান ফিরে আসলেন রানে।
গত ইংল্যান্ড বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরে তামিমের ব্যাট লিখেছিল ব্যর্থতার কাব্যগ্রন্থ। ব্যর্থতা কাটাতে বিশ্রামের সিদ্ধান্ত নেন তামিম। ঘরের মাঠে একটি টেস্ট ও তিন জাতির টুর্নামেন্ট থেকে বিশ্রামে চলে যান তিনি। বিশ্রামরত অবস্থায় নিজ উদ্যেগে ট্রেনার নিয়োগ করে চালিয়ে যান কঠোর অনুশীলন। বিশ্রাম শেষে ভারত সফরে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকেন তামিম। তবে পারিবারিক কারণে ভারত সফর থেকে নিজের নাম সরিয়ে নিতে হয় তাকে। ফলে ভারত সফরেও খেলতে পারে নি তামিম।
দীর্ঘ চার মাসের দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নামেন তামিম ইকবাল। বঙ্গবন্ধু বিপিএলের ৩য় ম্যাচ এবং নিজ দলের হয়ে ১ম ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর তামিমের ক্রিকেটে ফেরা। তবে এ ম্যাচেও নিজের চিরচেনা রূপে ফিরতে ব্যর্থ হয় তিনি। এদিন মাত্র ৫ রানেই থেমে যায় দেশ সেরা এ ব্যাটসম্যানের ইনিংস। ব্যর্থতার কাব্যগ্রন্থে যেন আরেকটি অধ্যায়ের সংযোজন।
তবে ব্যর্থতার কাব্যগ্রন্থকে নিজ হাতে পুড়িয়ে তামিম যেন এবার নিজের অতি পরিচিত ঢঙে ফিরেছেন। আজ (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হয় তামিমের ঢাকা প্লাটুন। এ ম্যাচেই দীর্ঘদিন পর দেশ সেরা ব্যাটসম্যানের ব্যাট রানের হাসি দেখতে পেল ভক্ত-সমর্থকরা। আউট হয়ে ফিরে যাওয়ার আগে ৫৩ বলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তামিম। যেখানে ছিল ৬ চার ও ৪ ছক্কার সাথে ১৩৯.৬২ স্ট্রাইক রেট। এক কথায় অসাধারণ এক কামব্যাক।
প্রথমে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন তামিম ইকবাল। চোখেমুখে কিছুটা চাপের ছাপও ভাসছিলো। তবে সময়ের সাথে সাথে উইকেটে সেট হয়ে বসেন তিনি। ধীরে ধীরে প্রতিপক্ষ বোলারদের জন্য ভয়ঙ্কর এক রূপ ধারণ করেন তামিম। তুলে নেন অর্ধশত রানের দুর্দান্ত এক ইনিংস। ফিরে এসেছেন তামিম। একরকম শক্তভাবেই ফিরে এলেন তিনি। এবার খেলবেন নিজের মতো করে।
স্বস্তির এক নিঃশ্বাস ফেললো দেশবাসী। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এ ব্যাটসম্যানের রানে ফেরায়, সকলের মনেই বইছে আনন্দের এক অজানা সুবাতাস। বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন ঐতিহাসিক জয়ে সাক্ষী হওয়া এই ব্যাটসম্যানের রানে ফেরা বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর। দীর্ঘদিন পর রানে ফেরা তামিম ইকবালকে অভিনন্দন জানাতে ভুল করেনি তার অসংখ্য ভক্তমহল।