ফতুল্লায় টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ থেকে শুরু হয়েছে জাতীয় লীগ ‘এনসিএল’ এর ২১ তম আসর। প্রথম দিনেই মাঠে নেমেছে আটটি দল। ফতুল্লায় বৃষ্টির বাঁধায় সময় মতো ম্যাচ শুরু হতে পারেনি ঢাকা বনাম রাজশাহী ডিভিশনের খেলা। দেরিতে টস হলে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক জহিরুল ইসলাম।

টস হেরে ওপেনিং জুটিতে ব্যাট করছে ঢাকার দু ব্যাটসম্যান আব্দুল মজিদ (৯) ও রনি তালুকদার (১৪)। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১০ ওভারে তাদের সংগ্রহ ২৭ রান।

দু দলের একাদশে রয়েছে যারাঃ-

ঢাকা ডিভিশনঃ- আব্দুল মজিদ, রনি তালুকদার, রকিবুল হাসান, শুভাগত হোম, সুমন খান, তাইবুর রহমান, নাজমুল ইসলাম, মোহাম্মদ শাকিল, শাহাদাত হোসেন, জয়রাজ শেখ, সালাউদ্দিন শাকিল।

রাজশাহী ডিভিশনঃ- জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, জহিরুল ইসলাম (অধিনায়ক), অভিষেক মিএ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শাখির হোসেন, ফরহাদ রেজা, শফিকুল ইসলাম, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »