নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দিনের ১ম ম্যাচে কিছুক্ষণ পরেই ২২ গজে লড়াইয়ে নামবে খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স। এই ম্যাচটিতে হারলেই প্লে অফের স্বপ্ন শেষ, এমন সমীকরণের ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংকেই বাছলেন ওয়ারিয়র্স কাপ্তান।
বিভিন্ন সমীকরণ দিয়ে ভরপুর এই ম্যাচটায় খুলনা টাইগার্সের প্লে অফ এখনো নিশ্চিত নয়। অপরপ্রান্তে, কুমিল্লা ওয়ারিয়র্স এই ম্যাচ হেরে গেলেই প্লে অফের আশা ছাড়তে হবে। দুই দলের লক্ষ্য একটাই। আর লক্ষ্যটা হচ্ছে, যেকোন মূল্যে ম্যাচ নিজেদের করে নেওয়া।
এ ম্যাচে শক্তির বিচারে কুমিল্লা ওয়ারিয়র্সের তুলনায় খুলনা টাইগার্স থাকবে কিছুটা এগিয়ে। তবে কোন রকম ছাড় না দিয়ে ম্যাচ জয় করে নিতে চাইবে কুমিল্লা। কেননা প্লে অফের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে, ওয়ারিয়র্স শিবিরে ম্যাচ জয় ছাড়া বিকল্প কিছু নেই।
গত ম্যাচে একাদশে না থাকা সাব্বির ফিরেছেন কুমিল্লার একাদশে। নিজেকে ফিরে পেতে বদ্ধ পরিকর সাব্বির চাইবেন, এ ম্যাচে নিজের ভালো পারফরম্যান্স দিয়ে কুমিল্লাকে জয় এনে দিতে।
কুমিল্লা ওয়ারিয়র্সঃ ডেভিড মালান (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, আল আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ফারদিন অনি, ভানুকা রাজাপাকশে, কুশল পেরেরা, উপুল থারাঙ্গা, ডেভিড ভিসে, মুজিব উর রহমান ও দাসুন শানাকা।
খুলনা টাইগার্সঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, সাইফ হাসান, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, হাশিম আমলা, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মাদ আমির, নাজিবউল্লাহ জাদরান ও রহমতউল্লাহ গুরবাজ।