প্লাটুন দুর্গে জ্বরের হানা!

মারুফ ইসলাম ইফতি »

জ্বর সাধারণত মানব দেহের জন্য খুব সাধারণ একটি ব্যাপার।বিশেষ কোন কারন ছাড়াও প্রকৃতির ন্যয়ে এটি মানব শরিরে যে কোন সময়ে অবস্থান নিতে পারে। তবে এই ব্যাধি যখন অদ্ভুত আচরণ করে তখন সেটাকে অভিশপ্ত জ্বর বলে সম্মোধন করলেও ভুল কিছু হবে কি? বিপিএলের চলতি আসরে এই অভিশপ্ত জ্বর হানা দিয়েছে আসরের অন্যতম শিরোপার দাবিদার ঢাকা প্লাটুন শিবিরে।

আসরের হট ফেভারিট এই দলটির স্কোয়াডের ৪ ক্রিকেটার ক্রমান্বয়ে পড়েছে জ্বরের কবলে।যার ফলে এই অভিশপ্ত জ্বর বড় দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে ঢাকা প্লাটুন টিম ম্যানেজমেন্টের কাছে।দুশ্চিন্তার সবচেয়ে বড় কারন হলো দলের সেরা ক্রিকেটার গুলোর উপর এই জ্বরের আক্রমন।যার ফলে নিঃসন্দেহে প্লাটুন পরিবারের জন্য আসরের সামনের ম্যাচ গুলো হতে যাচ্ছে বড় চ্যালেঞ্জের।

উল্লেখ্য ঢাকা প্লাটুনের ৪ জন সেরা ক্রিকেটার এখন পর্যন্ত জ্বরে আক্রান্ত হয়েছে। অভিশপ্ত এই জ্বরের
শুরুটা পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে দিয়ে।বিপিএলের শুরু থেকে জ্বরে আক্রান্ত ছিলেন এই ক্রিকেটার।তবুও মাত্রাতিরিক্ত না থাকায় প্রথম দুই ম্যাচ খেলেছেন এই জ্বরকে সঙ্গে নিয়েই। এরপর জ্বরের কবলে পড়লেন ঢাকা প্লাটুনের অন্যতম মেরুদণ্ড দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। দলের অন্যতম সেরা ব্যাটসমান তামিমের জ্বর টিম ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে তামিমের শরিরের জ্বরের মাত্রা
আশঙ্কাজনক। যার কারনে দেশসেরা এই ওপেনারকে
হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। জানা গেছে তামিমের এই জ্বরের প্রকোপ এতটাই ভয়াবহ আকারে ছিল যে তামিম কবে চলমান বিপিএলে আবার মাঠে নামবেন সেটার নিশ্চয়তা স্বয়ং টিম ম্যানেজমেন্টও দিতে পারছেন না। কারন হিসেবে টিম ম্যানেজমেন্ট হতে জানানো হয়েছে এবারের আসরের আয়োজক বিসিবি থেকে বলা হয়েছে তামিমকে নিয়ে কোন ঝুঁকি নয়। তামিম-আফ্রিদি ছাড়াও জ্বরের কবলে পড়েছেন মমিনুল হক ও তরুন পেসার হাসান মাহমুদের শরিরে। যেভাবে জ্বরের প্রকোপ প্লাটুন শিবিরে ক্রমান্বয়ে আঘাত হানছে এতে ব্যাপক দুশ্চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট।দলে এই অভিশপ্ত জ্বরের শিকার পরবর্তীতে কে হচ্ছেন এমন দুশ্চিন্তা ও ভয়ও মাথায় বয়ে বেড়াতে হচ্ছে দলটির ম্যানেজমেন্টকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »