নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশের হয়ে খেলতে সবসময় মরিয়া থাকেন ক্রিকেটাররা। তবে এবার দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে দেখা গেলো পুরোপুরি উল্টো চিত্র। আসন্ন আইপিএলে খেলতে ক্রিকেটারদের সুযোগ করে দিতে, পূর্বনির্ধারিত জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিল করছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সেপ্টেম্বরে আইপিএলে প্রোটিয়া খেলোয়াড়দের সুযোগ করে দিতে আন্তর্জাতিক ম্যাচ না খেলার সিদ্ধান্ত বোর্ডের।যার ফলে স্পষ্ট ভাবে প্রমাণিত দেশের ক্রিকেটের চাইতে রমরমা অর্থের আইপিএল বড় প্রোটিয়াদের কাছে।
পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি অথবা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল প্রোটিয়াদের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও ওইভাবে প্রস্তুতি রেখেছিল এই সিরিজ আয়োজন নিয়ে। সেপ্টেম্বরে আইপিএল মাঠে গড়ানোয়, যথাসময়ে সফরটি না হওয়ার কথা জানিয়েছে প্রোটিয়ারা। মুলত জাতীয় দলের সফরের চাইতে আইপিএলকে বড় করে দেখছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ও বোর্ড কর্তারা।
এই প্রসঙ্গে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন: আসন্ন আইপিএল চলাকালীন সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না আমাদের। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সেটা আমাদের কাছে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আইপিএলে খেলতে পাঠানোর জন্য তারা কিছু ক্রিকেটারদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।তাই আইপিএল চলাকালে তারা জাতীয় দলের কোন খেলা রাখতে আগ্রহী নয়।
Newscricket24/ ইফতি মারুফ