নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাদা ও লাল বলের ক্রিকেটে দুজন ভিন্ন প্রধান কোচ নিয়োগ দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দায়িত্ব ছেড়েছেন প্রোটিয়াদের সাবেক প্রধান কোচ মার্ক বাউচার। তিন ফরম্যাটেই দলের প্রধান কোচ ছিলেন তিনি।
টেস্ট ক্রিকেটে সাউথ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন শুকরি কনর্যাড এবং সীমিত ওভারের ক্রিকেটে কোচ হিসেবে যুক্ত হয়েছেন রব ওয়াল্টার।
প্রথমবারের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালনে যুক্ত হলেন শুকরি কনর্যাড এবং রব ওয়াল্টার। এর আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে প্রধান কোচ ছিলেন কনর্যাড। সম্প্রতি জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়েও দায়িত্ব পালন করেছেন তিনি।
চলতি বছর আর মাত্র তিনটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। যার ফলে দায়িত্ব পেয়েই তেমন বেশি ব্যস্ততার মধ্যে পড়তে হচ্ছে না কনর্যাডকে। আগামী ২৮ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের হোম সিরিজ দিয়ে জাতীয় দলের সঙ্গে তার অনুষ্ঠানিক অ্যাসাইনমেন্ট শুরু হবে।
অন্যদিকে, জাতীয় দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং স্পেশালিস্ট হিসেবে আগে কাজ করেছেন ওয়াল্টার। এছাড়া দীর্ঘ সাত বছর নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।
এস.আর/নিউজক্রিকেট২৪