প্রাথমিক চার লক্ষ্যের কথা জানালেন ডোমিঙ্গো

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পাওয়ার পর গতকাল (২০ আগস্ট) ঢাকায় পা রেখেছেন রাসেল ডোমিঙ্গো। টাইগারদের দায়িত্ব নেয়ার পর ঞ্জের প্রাথমিক লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।

সাকিব-মাশরাফিদের দায়িত্ব রাসেল ডোমিঙ্গোর কাঁধে তুলে দেয়ার ক্ষেত্রে যে ব্যাপারটি সবচেয়ে বেশি কাজ করেছে সেটা হল জাতীয় দল দেখাশুনা করার পাশপাশি বয়সভিত্তিক যে দলগুলো রয়েছে সেগুলোর দিকেও বিশেষ নজর দিতে চান এই কোচ। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আজ তাই নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।

ডোমিঙ্গো তার চারটি লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলেন, ‘আমার প্রাথমিক লক্ষ্য হল, খেলোয়াড়দের ভালো করে দেখা, তাদের সম্পর্কে ধারণা তৈরি করা, সবার সাথেই ভালো সম্পর্ক তৈরি করা ও তাদের আস্থা অর্জন করা।’

২০০৪ সালে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে বাংলাদেশে এসেছিলেন ডোমিঙ্গো। সেই স্মৃতি রোমন্থন করে তিনি আরও বলেন, ‘আমি ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে বিশ্বকাপের আসরে বাংলাদেশে এসেছিলাম। তখন ধারণা করতে পেরেছিলাম এই দেশে ক্রিকেটের কদর কত বেশি। তাছাড়া গতকাল বিমানবন্দরে নেমেই এত এত ক্যামেরার ফ্ল্যাশ, আজকে সংবাদ সম্মেলনে শতাধিক সাংবাদিক দেখেই বুঝা যায় এখানে ক্রিকেটের আবেদন বহু বেশি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »