প্রাকৃতিক শোভায় রচিত হচ্ছে জামালপুর স্টেডিয়াম!

সানিউজ্জামান সরল »

‘ক্রিকেট’ তিনটি অক্ষরে পরিপূর্ণ এই নামটি বাংলাদেশী জনগোষ্ঠীর কাছে এক আবেগের নাম, এক ভালোবাসার নাম। এখানে কেউ ক্রিকেট ভালোবাসে না, এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর। ক্রিকেটের মায়া দিয়ে যেন এ দেশ একেবারে পরিপূর্ণ। কারণ একটাই, ক্রিকেট নামক খেলাটাকে যে তারা একটু বেশিই ভালোবাসে। ধরনীর কোন কিছু দিয়েই এ মহান ভালোবাসা খণ্ডানো যায় নি আর হয়তো যাবেও না।

এইযে এত আবেগ আর এত ভালোবাসা, এর যথার্থ কারণটা জানেন তো? কারণটার মধ্যেও লুকিয়ে আছে এক নিঃস্বার্থ ভালোবাসা। হ্যাঁ, তাদের এগারো জনও যে ক্রিকেট খেলে। বলছি মাশরাফি-তামিমদের কথা। মাঠে লড়ে ওরা ১১ জনই। কিন্তু পেছন থেকে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়ে যায় দেশের সকল ক্রিকেট প্রেমীরা। আর সেটা একমাত্র তাদের ভালোবাসার জোরেই।

এ দেশে ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে যেমন হুলস্থুল করা হয়, তেমনি দেশের ক্রিকেট স্টেডিয়াম নিয়েও চলে নিয়মিত চর্চা। দেশের মানুষের একটাই ইচ্ছে, প্রত্যেকটি জেলায় জেলায় আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম। যাতে সেখানকার সবাই মাঠে বসে ক্রিকেট উপভোগ করতে পারে আর দলকে সমর্থন জোগাতে পারে একেবারে কাছ থেকে। এ সবকিছুর মূলে রয়েছে ওই নিঃস্বার্থ ভালোবাসা।

 

সকল বিভাগ বা জেলার মানুষের মতো জামালপুর বাসীরাও একটা ইচ্ছে পুষে আসছিলো, সেই অনেক দিন ধরেই। সবার মত তাদেরও ইচ্ছে ছিল, একটা স্টেডিয়ামের। যে স্টেডিয়ামটি নির্মাণ করা হবে একটি আন্তর্জাতিক স্টেডিয়ামের ন্যায়। স্টেডিয়ামে বসে কাছ থেকে উপভোগ করতে পারবে ক্রিকেট। দিতে পারবে দলকে সমর্থন। দীর্ঘ প্রতীক্ষার পর তাদের এই ইচ্ছেই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

হ্যাঁ, জামালপুরে গড়ে তোলা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম। জামালপুরের ফৌজদারি জেলখানের পাশেই রচনা করা হচ্ছে এই স্টেডিয়ামটি। নৈসর্গিক রূপমাধুরীর আবেশে গড়ে তোলা হচ্ছে এটি। চারিদিকের প্রকৃতির চমৎকার এক রূপ একে নিয়ে গেছে অন্য মাত্রায়। উন্নত মানের প্রযুক্তির সাথে সাথে এখানকার সকল সরঞ্জামই আধুনিকতার আদলে তৈরি হচ্ছে। এমনকি এর ৬০ ভাগ কাজও শেষ হয়ে গেছে।

 

জামালপুর স্টেডিয়ামের প্রধানের সাথে কথা বলছে তিনি জানান, ‘অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল, জামালপুরে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলার। পরিকল্পনা মোতাবেক আমরা কাজ শুরু করেছি। এর ৬০ ভাগের মতো কাজও শেষ হয়ে গেছে। তাছাড়া এখানকার সব কিছুই আধুনিকতার আদলে গড়ে তোলা হচ্ছে।’

‘উন্নত সরঞ্জামের আবেশে গড়ে উঠছে এটি। সব কিছু ঠিক থাকলে, খুব শিগগিরই স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ হবে। মাঠটি নিয়ে জামালপুর বাসীর অনেক স্বপ্ন রয়েছে। কেননা সবারই ইচ্ছে ছিল, এখানে একটি আন্তর্জাতিক স্টেডিয়াম গড়ে উঠুক। তাদের সেই ইচ্ছেটা পূরণ হতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।’ _ যোগ করেন তিনি।

আর কিছুদিন পরেই স্টেডিয়ামটি পরিপূর্ণতা পাবে। আর সেই সাথে পূর্ণতা পাবে জামালপুর বাসীর দীর্ঘদিনের লালিত ইচ্ছেরা। ক্রিকেট প্রেমী হাজারো মানুষের স্বপ্ন এবং ইচ্ছের আরেকটি বাস্তবায়নে আনন্দে আনন্দিত সকল প্রকার জনগোষ্ঠী। ‘জামালপুর স্টেডিয়াম’ নামধারী এই স্টেডিয়ামটি সফল ও দৃষ্টি নন্দনভাবে গড়ে উঠুক, নিউজক্রিকেট২৪ এর পক্ষ থেকে আগাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »