নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিপিএল দিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরেছিলেন তামিম ইকবাল। সদ্য সমাপ্ত টুর্নামেন্টটিতে তার নেতৃত্বেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্যাঞ্চাইজি লিগে ব্যাট হাতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও।
বিপিএলের চ্যাম্পিয়ন অধিনায়ককে এবার নেতৃত্বের দায়িত্ব দিলো প্রাইম ব্যাংক। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমে দলটির নেতৃত্ব দিবেন তামিম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটারকে নেতৃত্ব দেয়ার খবরটি আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে দলটি।
প্রাইম ব্যাংক নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে তামিমের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘সবচেয়ে বিশ্বস্ত কাঁধেই থাকছে অধিনায়কত্বের ভার: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল খান!’