প্রস্তুতি ম্যাচ হেরেই বিশ্বকাপ শুরু করতে হল টাইগারদের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি বিশ্বকাপ ২০১৯ এর প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ভারতের কাছে টাইগাররা হেরছে ৯৫ রানের বড় ব্যবধানে।

৩৬০ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ওপেনার সৌম্য সরকার এবং লিটন দাস গড়েন ৪৯ রানের জুটি। তবে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ আঘাত হানেন বাংলাদেশ শিবিরে। পর পর দুই বলে ফিরিয়ে দেন সৌম্য সরকার এবং সাকিব আল হাসানকে। এরপর লিটন ও মুশফিকুর রহিম দায়িত্ব নিয়ে ব্যাট চালালে লিটনের ব্যাট থেকে আসে ৯০ বলে ৭৩ রান ও মুশফিক করেন ৯০ রান। দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে মিরাজ ৩০ রান করলেও বাংলাদেশের বড় হার এড়াতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারের ৩ বল আগে বাংলাদেশ দল সব কয়টি উইকেট হারায় ২৬৪ রানে। ফলে হার মেনে নিতে হয় ৯৫ রানের।

ভারতের হয়ে বল হাতে যুভেন্দ্র চাহাল ৩টি, কুলদিপ যাদব ৩টি, বুমরাহ ২টি ও জাদেজা নেন ১টি করে উইকেট।

এর আগে শুরুতে টস হেরে ব্যাট করতে নামা ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান কেউই সুবিধা করতে পারেননি। তিনে নামা অধিনায়ক বিরাট কোহলি খেলেন ৪৬ বলে ৪৭ রানের ইনিংস। সাথে থাকা লোকেশ রাহুল ৯৯ বলের বিনিময়ে খেলেন ১০৮ রানের এক দুর্দান্ত ইনিংস। লোকেশ রাহুলের বিদায়ের পর ঝড় তোলেন ক্যাপ্টেন কুল ধোনি। মাত্র ৭৮ বল মোকাবেলা করে ধোনি খেলেন ১১৩ রানের বিধ্বংসী ইনিংস। ধোনি অবশ্য আউট হতে পারতেন ব্যক্তিগত ৮৩ রানেই, যদি না লিটন ক্যাচ ফেলে না দিতেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫৯ রানের পাহাড়সম পুঁজি পায় ভারত।

বল হাতে বাংলাদেশের হয়ে এদিন ৯ জন বল করেন। যেখানে সাকিব ২টি, রুবেল ২টি, সাইফউদ্দিন ১টি, মুস্তাফিজ ১টি এবং সাব্বির রহমান নেন ১টি করে উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »