নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা ও বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
আগামী ২৯ সেপ্টেম্বর আসামের রাজধানী গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিও হবে গুয়াহাটিতে। ০২ অক্টোবর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনরা। ম্যাচগুলো প্রস্তুতি ম্যাচে হবে দিবা-রাত্রিতে।
২৯ সেপ্টেম্বর ভিন্ন প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ও নিউজিল্যান্ড-পাকিস্তান মুখোমুখি হবে। ৩০ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। ৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে তারা হায়দরাবাদে মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে।
গুয়াহাটিতে ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। রোহিত শর্মা-বিরাট কোহলিরা নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে।
আরএ/নিউজক্রিকেট২৪