নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১৯ সালের আইসিসি বিশ্বকাপের মূল লড়াইয়ে মাঠে নামার আগে এশিয়ার দু্ই পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস টেলিভিশন চ্যানেল।
পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ আগামী ২৬ মে (রবিবার) এবং দ্বিতীয় ম্যাচটি ভারতের বিপক্ষে ২৮ মে (মঙ্গলবার) খেলবে মাশরাফি বাহিনী। দুটি প্রস্তুতি ম্যাচেই অনুষ্ঠিত হবে কার্ডিফে। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা থেকে।
আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। সবকটিই সম্প্রচার করবে ভারতীয় স্টার স্পোর্টস চ্যানেল।