প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বিসিবি একাদশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ১৩ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজের আগে আজ ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন বিসিবি। এই ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বিসিবি একাদশ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র প্রস্তুতি ম্যাচে টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে বিসিবি একাদশ। ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলের স্কোয়াডে থাকা চার ক্রিকেটার রয়েছে এই প্রস্তুতি ম্যাচে। এই দলটিতে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। তবে রয়েছে তার স্পেশালিষ্ট পেসার।

এই ম্যাচে দুই দলের স্কোয়াডে থাকা সকল খেলোয়াড়দের খেলানো যাবে। তবে ব্যাটিং করতে পারবে শুধু নির্দিষ্ট ১১ জন।

জিম্বাবুয়ে দল- হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রেজিস চাকাভা, রিচমন্ড মুতুম্বানি, শন উইলিয়ামস, নেভিল মাদদিভা, টিনোটেন্ডা মুতোম্বদজি, টনি মুয়োংওয়া, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার পোফু, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন ড়েলর, এনন্সেলে এন্ডলভ, টিমিসেন মারুমা, রায়ান বার্ল।

প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশের ঘোষিত স্কোয়াড:

সাইফ হাসান, ইয়াসির আলী, আফিফ হোসেন, সাব্বির রহমান, নাইম শেখ, ইয়াসিন আরাফাত মিশু, সুমন খান, আরিফুল হক, সাব্বির হোসেন, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন ও জাকির আলী

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »