প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ ঘোষণা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ১৩ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এই ত্রিদেশীয় সিরিজের আগে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই দুঃস্মৃতি নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। এই সিরিজ শুরু হবার আগে আগামীকাল বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

আগামীকাল ১১ই সেপ্টেম্বর জিম্বাবুয়ে দল বিসিবি একাদশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লায়। ফতুল্লায় ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।

আগামীকালকের ম্যাচের জন্য বিসিবি একাদশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি )। বিসিবি একাদশের দলে জায়গা পেয়েছেন আলোচনায় থাকা ইয়াসির আলী রাব্বি। এছাড়া দলে রয়েছে ত্রিদেশীয় সিরিজে দলে থাকা সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসিন আরাফাত মিশু, আসিফ হোসেন। এছাড়া সাইফ হাসান আছেন। আরো আছেন জাতীয় দল থেকে বাদ পড়া আরিফুল হক।

প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশের ঘোষিত স্কোয়াড:

সাইফ হাসান, ইয়াসির আলী, আফিফ হোসেন, সাব্বির রহমান, নাইম শেখ, ইয়াসিন আরাফাত মিশু, সুমন খান, আরিফুল হক, সাব্বির হোসেন, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন ও জাকির আলী

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »