প্রস্তুতি ম্যাচের জন্য এনসিএল থেকে খেলোয়াড় ধার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন ভারত সফরকে সামনে রেখে নিজেদের মাঝে নিজেরা দুটি দলে বিভক্ত হয়ে দুটি টি-২০ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। টি-২০ দলের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে তবে এখন জাতীয় ক্রিকেট লিগ চলমান থাকায় প্রস্তুতি ম্যাচের জন্য দুইদল করতে খেলোয়াড় সংকটে পড়েছে বিসিবি। তবে সে সংকট নিরসনে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়া চারটি দল থেকে ধার করা হচ্ছে ক্রিকেটার।

শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনের খেলা। তবে চারটি ম্যাচের মাঝে দুটি ম্যাচে বৃষ্টির কারনে মাঠে বলই গড়ায়নি আর কক্সবাজারের ম্যাচ দুটি শুরু হয়েছে। আগামী ৩০ শে অক্টোবর ভারত সফরকে সামনে রেখে ঢাকা ত্যাগ করবে টি-২০ দল। ভারত সফরকে সামনে রেখে গত ২৫ তারিখ শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প।

ক্যাম্প শুরুর আগে বলা হয়েছিলো ২৫ ও ২৬ তারিখ হবে অনুশীলন আর ২৬ ও ২৭ তারিখ দুটি প্রস্তুতিমূলক টি-২০ ম্যাচ আয়োজন করা হবে। আর ম্যাচ আয়োজন করতেই সংকটে পড়েছে ক্রিকেটারের। এদিকে ভারত সফর থেকে ছুটি নিয়েছেন তামিম ইকবাল আর চোটের কারনে ছিটকে গেছেন সাইফউদ্দিন। সাইফউদ্দিনের পরিবর্তে কে খেলবে এখনও জানা যায় নি। তাই এখন স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা ১৪ আর দুটি দল করতে প্রয়োজন হয় ২২ জন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »