প্রশিক্ষনের জন্য ফুটবল ক্লাব ম্যানসিটিকে বেছে নিলেন অ্যান্ডারসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাস নিয়ে একটা বই লিখতে গেলে একজন জেমস অ্যান্ডারসনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বইয়ের কোন এক অধ্যায়ে। টেস্ট ক্রিকেটে নিজেকে পরিনত করেছেন নিজের দেশ ও বহির্বিশ্বের কাছে একজন সেরা পেস বোলার হিসেবে। বেশ কিছুদিন ধরে ইনজুরিতে ভুগছেন ৩৭ বছর বয়সী এই ইংলিশ পেসার।

সদ্য শেষ হওয়া অ্যাশেজে জায়গা পেয়েও ছিটকে গেছেন পরবর্তীতে যার কারন ছিলো একমাত্র ইনজুরি। ইনজুরি তাকে ছিটকে দিয়েছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেও। বয়সটাও তো কম হলো না তাই তো ইনজুরি নামক বিষফোঁড়ানটাও পিছু ছাড়ছে না। তবে ইনজুরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময় ঠিকই ফিরেছেন প্রিয় বাইশগজে। নিজেকে খেলানোর জন্য ফিট রাখতে সবসময়ই বদ্ধ পরিকর এই ইংলিশ পেসার। বয়সটা ৩৭ হলেও এখনও নিজেকে খেলার জন্য ফিট মনে করেন জিমি।

৩৭ বছর বয়সেও দেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখায় ৪০ বছর বয়সে ফুটবল খেলে যাওয়া রায়ান গিগস। সেখান থেকেই অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন আর নিজেকে জাতীয় দলের জন্য তৈরী করতে কঠোর অনুশীলন করে যাচ্ছেন। এবারের অনুশীলনে যোগ করতে যাচ্ছেন নতুন মাত্রা। নিজেকে প্রস্তুত করতে ইংলিশ প্রিমিয়ার লীগের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে দুই মাস অনুশীলন করবেন তিনি। আর এই দুই মাসে অ্যান্ডারসনের অনুশীলনের জন্য যাবতীয় কিছু বহন করবে ম্যানসিটি ক্লাবটি।

এত বছর বয়সেও দেশের জার্সিতে খেলা নিয়ে তিনি উদাহরণ দেন ৪০ বছর বয়সে সর্বোচ্চ পর্যায়ে খেলা যাওয়া রায়ান গিগসের কথা। জেমস অ্যান্ডারসন বলেন, ‘অ্যাশেজে জায়গা পাওয়ার পরও ইনজুরির কারনে খেলতে পারিনি এটা আমার জন্য সত্যিই হতাশার। তবে আমি অবসর নিবো এমন কিছু কখনোই ভাবিনি। ফুটবলার রায়ান গিগস ৪০ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ের ম্যাচ খেলেছেন এটা আমাকে অনুপ্রেরণা দেয় আমি ও এমন কিছু করতে চাই।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »