দুর্জয় দাশ গুপ্ত »
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের অবসরের ঘোষণা আসার পর থেকেই একটা গুজব ছড়িয়েছিলো অবসরের বিষয়টি পুনরায় ভাবতে গণভবনে তামিমকে ডেকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল পর্যন্ত সেটা গুজব থাকলেও আজ সেটা বাস্তবে পরিণত হয়েছে। অবসরের প্রসঙ্গে কথা বলতেই আজ তামিম ইকবালকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী। বিসিবি বস নাজমুল হাসান পাপন তামিমের সাথে যোগাযোগ করতে না পারায় সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজার মাধ্যমেই তামিমকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী।
আজ দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে জুম্মার নামাজ পড়েই গণভবনে যান তামিম। তার স্ত্রী আয়েশাও আছেন সাথে। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে তামিমের এই বৈঠকে সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজাও আছেন। তবে অবসরের বিষয়ে তামিম তার নিজের সিদ্ধান্তে অটল থাকবেন নাকি আবারো ফিরে আসবেন মাঠের ক্রিকেটে সেটা এখনো জানা যায়নি। হয়তো আজ বিকেলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে সে বিষয়ে।
তামিমের অবসরের ইস্যুতে যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িয়েছেন তখন তামিম ভক্তরা কিছুটূ আশার আলো দেখতেই পারেন। কেননা তামিম অন্য সবাইকে এড়িয়ে গেলেও মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধ ফেলতে পারবেন না। হয়তো প্রধানমন্ত্রীর অনুরোধেই অভিমানী অবসর ভেঙে আবারো মাঠে ফিরবেন তামিম।