প্রধানমন্ত্রীকে সোনায় মোড়ানো বঙ্গবন্ধুর ছবি উপহার সৌরভের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইডেনে গোলাপি বলে দিবারাত্রির টেস্টকে ঘিরে আয়োজনের কমতি ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই)। নানা উদ্যোগের মধ্যে আয়োজিত ঐতিহাসিক এই টেস্ট ম্যাচটি উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনায় মোড়ানো একটি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। যার অংশ হিসেবে জড়ো করা হবে বিশ্বসেরা তারকা ক্রিকেটারদের। যেখানে ২০২০ সালের ১৮ থেকে ২১ মার্চের মধ্যে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অল স্টার এশিয়া ও বিশ্ব একাদশের দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ উপভোগ করতে বাংলাদেশে আসবেন সৌরভ গাঙ্গুলি।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে তার বাবার (শেখ মুজিবর রহমান) সোনায় মোড়ানো ছবি দিয়েছি। তার জন্ম শতবার্ষিকী নিয়ে অনেক বড় উৎসব হচ্ছে। আমি জানি, দুটো ম্যাচও হবে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে। আমি অবশ্যই যাব।’

ঐতিহাসিক এই টেস্টে উপস্থিত থাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এক কথায় আমাদের এখানে চলে এসেছেন। আমার সঙ্গে অনেকদিন ধরেই উনার সম্পর্ক আছে এবং সেটি খুবই ভালো। ২০০০ সালে যখন ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ হয়, তখন প্রথম প্রধানমন্ত্রী হন তিনি। তখন থেকেই উনার সঙ্গে আমার ভালো সম্পর্ক।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »