প্রধানমন্ত্রীকে ইডেন টেস্টে সম্মাননা দিবে বিসিসিআই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কলকাতার ইডেন গার্ডেনসে ইতিহাসের প্রথম দিবা-রাত্রি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল। ২২ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ ঘিরে দু’দলের সমর্থকদের মধ্যে রয়েছে আলাদা উত্তেজনা। আয়োজক দেশ হিসেবে অবশ্য ভারতের ক্ষেত্রে অনুভূতিটা একটু বেশিই বলা যায়। তাছাড়াও এবার ইডেন টেস্টে থাকছে বিশাল চমক। বেশ কিছু আলাদা ব্যাপার আছে এ-ই ম্যাচে। দেখার জন্য অপেক্ষা করতে হবে ২২নভেম্বর পর্যন্ত।

একই ভাষাভাষী হিসেবে কলকাতা-বাংলাদেশের সম্পর্কটা বরাবরই অনেক গাঢ়। আলাদা টান কাজ করে পরস্পরের প্রতি। বিসিসিআই এ-র নবনির্মিত সভাপতি সৌরভ গাঙ্গুলি ও বাঙালী। সেক্ষেত্রে বন্ধু দেশ বাংলাদেশের প্রতি তার রয়েছে আলাদা টান। ইডেনের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট। সব মিলিয়ে উপলক্ষগুলো রোমাঞ্চকর করে তুলতে সৌরভ নিচ্ছেন চমৎকার সব উদ্যোগ।

বিসিসিআই সভাপতি দু-দেশের প্রধানমন্ত্রীকে এই ম্যাচে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নিমন্ত্রণ পেয়েছেন অনুষ্ঠানে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এমনটা নিশ্চিত করেছেন।

আরেকটি অভিনব বিষয় হলো আয়োজক বিসিসিআই ও সিএবির বিশেষ মনোযোগ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। অতিথি প্রধানমন্ত্রীকে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বরণ করে নেওয়ার পাশাপাশি সম্মাননা স্মারক প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন এমনটা জানা গেছে।

কলকাতাভিত্তিক ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন মতে, ‘শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য সিএবি ও বিসিসিআই যে সম্মাননা প্রস্তুত করছে তার মাঝে রয়েছে ক্রিকেট বলের আকৃতির একটি বিশেষ স্মারক। এছাড়া শেখ হাসিনার জন্য প্রস্তুত করা হচ্ছে বিশেষ স্বর্ণমুদ্রা।’

আনন্দবাজারের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবে ভারত সরকার। দারুণ আকাঙ্ক্ষিত এই ম্যাচে উপস্থিত থাকবেন ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচের ক্রিকেটাররাও। এছাড়া বর্ণীল আয়োজনে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে বেশ তোড়জোড় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের। নানান চমকে ভরা এ-ই ইডেন টেস্টের প্রতি দুই বাংলার সমর্থকদের রয়েছে আলাদা আগ্রহ। সবাই মুখিয়ে আছেন চমক দেখার অপেক্ষায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »