‘প্রথা’ ভেঙে লেগ স্পিনে আস্থা রাখছে সিলেট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনারদের ব্যবহার করতে দেখা যায় খুব কমই। ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদের দলে নিতে অনীহাও থাকে দলগুলোর। তবে এদিক থেকে ব্যতিক্রম সিলেট সানরাইজার্স।

ড্রাফট থেকে সিলেট দলে ভেড়ায় জুবায়ের হোসেন লিখনকে। শুধু দলে নিয়েই শেষ নয়, লিখনকে ম্যাচ খেলানোর পরিকল্পনাও আছে সিলেটের। এছাড়া আরেক লেগ স্পিনার ও অলরাউন্ডার অলক কাপালিকে নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে সিলেট।

সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন,’‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট লক্ষ্য করলে দেখবেন, প্রতি দলেই একজন লেগ স্পিনার থাকে। আন্তর্জাতিক ক্রিকেট শুরুর সময় লিখনের সামর্থ্য ও কত ভালো করেছে তা আমরা দেখেছি। একজন লেগ স্পিনার একটা দলে কত ভূমিকা রাখতে পারে তা আমরা খুব ভালো করেই জানি। ওকে নিয়ে অবশ্যই আমাদের ভালো একটা টার্গেট আছে। আশা করব ও দলের জন্য ভালো কিছু করবে।’’

দলের প্রয়োজনেই লিখনকে কখনও হয়ত একাদশে উপেক্ষা করা হতে পারে। তবে মোসাদ্দেকের কথায় বোঝা গেল, সিলেট তাদের গেম প্ল্যানে ভালোভাবেই রেখেছে লেগ স্পিনকে।

মোসাদ্দেকের ভাষায়,”দল গঠনের সময় একজন অধিনায়ক বা ম্যানেজমেন্ট দলের সেটআপ ও চাহিদা নিয়ে ভাবে। এজন্য অনেক সময় একজন খেলোয়াড়কে বাদ দেওয়া হতে পারে। অবশ্যই আমাদের পরিকল্পনা আছে লেগ স্পিনার নিয়ে। যেদিন দরকার হবে সেদিন অবশ্যই খেলাব। এ উদ্দেশ্যেই দল লিখনকে নিয়েছে। আমাদের দলে অলক ভাইও আছে, তিনি লেগ স্পিন করেন। এটা আমাদের জন্য বাড়তি অপশন।’’

বড় কোনো তারকা না থাকলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের নিয়ে স্কোয়াড গড়া সিলেট ভালো করার ব্যাপারে আশাবাদী।

মোসাদ্দেক বলেন,”আশা করব দল হিসেবে পারফর্ম করার। ঘরোয়া ক্রিকেটে আমাদের খেলোয়াড়রা তাদের সামর্থ্য প্রমাণ করেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে স্থানীয় ক্রিকেটারদেরই বেশি গুরুত্ব থাকে। যে দলের স্থানীয়রা ভালো করবে ঐ দল অবশ্যই ভালো ফল করবে। আমাদের স্থানীয় ক্রিকেটারদের সবাই ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »