নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজ ১০ অক্টোবর মাঠে গড়িয়েছে এনসিএলের ২১ তম আসর। প্রথম রাউন্ডের আজকের চারটি ম্যাচের মাঝে মাত্র একটি ম্যাচ শুরু হয়ে হয়েছে আর বাকি তিন ম্যাচ বৃষ্টির কারনে এখনো শুরু হয় নি।
মিরপুর শে রে বাংলা স্টেডিয়ামে সকালে ঢাকা মেট্রোর বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক মুমিনুল হক সৌরভ। টসে জিতে সাবধানী শুরু করে চট্টলার দুই ব্যাটসম্যান সাদিকুর রহমান ও দীর্ঘ তিন বছর পর জাতীয় লীগে ফেরা তামিম ইকবাল খান। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন সাদিকুর রহমান আর অন্য পাশে ধীর গতির শুরু করেন দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।
মাহমুদুল্লাহ রিয়াদের বলে জাবিদ হাসানের স্ট্যাম্পিংয়ে ফিরে যাওয়ার আগে ১ ছয় ও ৫ চারের সাহায্যে ৫৯ বলে করেন ৫১ রান। আর তাতেই ভাঙ্গে দুজনের ৮০ রানের উদ্বোধনী জুটি। দীর্ঘদিন ছিলেন জাতীয় লীগের বাহিরে এবং বিশ্বকাপে খারাপ সময়ের জন্য ছুটিতে ছিলেন। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে বেশ সাবধানী শুরু করেন চট্টলার খান সাহেব। মধ্যাহৃ বিরতিতে যাওয়ার সময় তার সংগ্রহ ৩ চারের সাহায্যে ৮৩ বলে ২৬ রান। ঢাকা মেট্রোর হয়ে একমাত্র উইকেটটি নেন মাহমুদুল্লাহ রিয়াদ।
দেখে নিন মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তাদের স্কোরকার্ড:
চট্টগ্রাম : ৮৮/১ ( ওভার ২৮) সাদিকুর ৫১,তামিম ২৬*, পিনাক ৫, মাহমুদুল্লাহ ৭-২-১৮-১।