কে এম আবু হুরায়রা »
গতকাল ঢাকা প্লাটুন বনাম সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে এবারের বঙ্গবন্ধু বিপিএল এর প্রথম রাউন্ড। প্রথম রাউন্ড শেষে এগিয়ে আছেন ঘরোয়া ক্রিকেটাররাই। বিপিএল এর আগে বিসিবি যেমনটা জানিয়েছিলেন, এবারের বিপিএলে নিজেদের চেনানোর সুযোগ থাকবে দেশীয় ক্রিকেটারদের। প্রথম রাউন্ড শেষে তাই বলাই যায় এ ক্ষেত্রে বিসিবি কিছুটা হলেও সফল।
ব্যাটে কিংবা বলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন ঘরোয়া ক্রিকেটাররা। এ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সবার উপরে ক্যারিবীয়ান চ্যাডউইক ওয়ালটন থাকলেও যৌথভাবে তার পাশেই আছেন ইমরুল কায়েস। সমান ম্যাচে সমান ১১৭ রান করেছেন দুজনেই। সেরা দশজন ব্যাটসম্যানের ভিতরে বিদেশি খেলোয়াড় মাত্র ৩ জন।
১১২ রান নিয়ে তৃতীয় অবস্থানে মোহাম্মদ মিঠুন। চতুর্থ এবং পঞ্চম অবস্থানে যথাক্রমে তামিম ইকবাল (১১০) এবং মোসাদ্দেক হোসেন সৈকত(১০৯)। সেরা দশের অপর ব্যাটসম্যানরা হলেন এনামুল হক বিজয় (১০০), নাঈম শেখ (৯৫), লিটন দাস (৮৩), দাশুন শানাকা (৭৫) এবং অভিষেক ফার্নান্দো (৭০)।
বোলিংয়েও অধিপত্য ছিলো দেশীয় ক্রিকেটারদের। সেরা পাঁচ বোলারের ভিতর মাত্র দুজন বাংলাদেশী হলেও সেরা দশ বোলারের মধ্যে এর সংখ্যাটা ৬।
৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে শীর্ষে আছেন লংকান অলরাউন্ডার থিসারা পেরেরা। তবে সমান ৪টি করে উইকেট নিয়ে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অবস্থানে আছেন অলক কাপালি, লুুইস গ্রেগরি এবং সৌম্য সরকার। ৩ উইকেট নিয়ে পঞ্চম অবস্থানে রবি বোপারা। সমান উইকেট নিয়ে এর পরে আছেন ফরহাদ রেজা, আল আমিন, ওহাব রিয়াজ, মাশরাফি বিন মর্তুজা এবং রুবেল হোসেন।