প্রথম রাউন্ডে জয় পাওয়া একমাত্র দল বরিশাল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

খুলনা বনাম রংপুর :

২১তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ড শেষ হলো আজ। খুলনার শেখ আবু নাসের চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য খুলনা ও রংপুর বিভাগের মধ্যকার প্রথম স্তরের ম্যাচ ড্র হয়েছে। রংপুরের বোলারদের উপর চড়াও হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ক্যারিয়ারের ২য় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েস। তাঁর অপরাজিত ২০২ রানের ইনিংসের উপর ভর করে ৪৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা। জবাবে নিজেদের ২য় ইনিংসে ১ উইকেট হারিয়ে রংপুর স্কোরবোর্ডে ৩৩ রান জমা করতেই ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

ঢাকা বনাম রাজশাহী :

অন্যদিকে, জহুরুল ইসলামের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচ বাঁচিয়েছে রাজশাহী। ঢাকা বিভাগের সুমন খান ও শুভাগত হোমের আগুন ঝড়ানো বোলিংয়ে ম্যাচটা প্রায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিলো ঢাকা। কিন্তু রাজশাহী অধিনায়ক জহুরুল ইসলাম শেষ পর্যন্ত উইকেটে থেকে ম্যাচ ড্র করেছেন। ফতুল্লায় ঢাকার দেওয়া ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে রাজশাহী। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা মুশফিকুর রহীম ফিরে যান মাত্র ২১ রান করে। পরে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন জহুরুল। শেষ পর্যন্ত জহুরুলের ১৮১ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ম্যাচ ড্র করে রাজশাহী।

ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম :

মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে ড্র হয়েছে ঢাকা মেট্রো বনাম চট্টগ্রামের ম্যাচটি। তবে ড্র হওয়া এই ম্যাচে আলো ছড়িয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট ও বল হাতে উজ্জ্বল ছিলেন রিয়াদ। প্রথম ইনিংসে চট্টগ্রাম গুটিয়ে যায় ২৯০ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৪ রান করে ঢাকা মেট্রো। নিজেদের ২য় ইনিংসে ৭৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৭ রান করে চট্টগ্রাম। ব্যাট হাতে ভালো শুরুর পরেও ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল। ৪৬ রান করে রিয়াদের বলে আউট হোন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

বরিশাল বনাম সিলেট :

একক আধিপত্য বিস্তার করে সিলেটকে ইনিংস ব্যবধানে হারিয়েছে বরিশাল। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৮৬ রানে অলআউট হয় সিলেট। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৩১ রানে ইনিংস ঘোষণা করে বরিশাল। নিজেদের ২য় ইনিংসেও ব্যর্থ সিলেটের ব্যাটসম্যানরা। মাত্র ১৩২ রানে অলআউট হলে এক ইনিংস ও ১৪ রানের বড় জয় পায় বরিশাল।

রংপুর ডিভিশন বনাম খুলনা ডিভিশন।

রংপুর ডিভিশনঃ ২২৭/১০ (১০০.১), ৩৩/১ (৯)
নাসির হোসাইন ২৩(৩৫)
আল আমিন ৫-২-১০-১

খুলনা ডিভিশনঃ ৪৫৪/৯(১৩৮.৩) ডিক্লে.
ইমরুল কায়েস ২০২*(৩১৯)
সোহরাওয়ার্দী শুভ ২৩.৩-৫-৭৪-৩।

ফলাফলঃ ম্যাচ ড্র।

সিলেট ডিভিশন বনাম বরিশাল ডিভিশন

সিলেট ডিভিশনঃ ৮৬/১০(৪৬.১) এবং ১৬৩/১০(৬৩.৫)
জাকির হাসান ৪৫(১১৪)
তানভীর ইসলাম ১৩-৩-২৯-৪

বরিশাল ডিভিশনঃ ২৩১/৮ (৫৮.৩) ডিক্লে.
ফজলে মাহমুদ ৭০(৯২)
রেজাউর রহমান ১৭-৩-৭৪-৩,

ফলঃ বরিশাল ডিভিশন ইনিংস এবং ১৪ রানে জয়ী।

চিটাগং ডিভিশন বনাম ঢাকা মেট্রো

চিটাগং ডিভিশনঃ ২৯০/১০(১২২.৫), ২২৭/৫(৭৬)
মাসুম খান ৬১(১২৩)
মাহমুদউল্লাহ ১৩-৩-২৫-৩

ঢাকা মেট্রোঃ ৩৫৪/১০(১২৬.৪)
জাবেদ হাসান ৮৫(২২৮)
মিনহাজুল আবেদিন আফ্রিদি ৩০-২-১০৩-৩।

ফলঃ ম্যাচ ড্র।

ঢাকা ডিভিশন বনাম রাজশাহী ডিভিশন

ঢাকা ডিভিশনঃ ২৪০/১০(৭৬.১), ২৫৪/১০(৯৯.২)
তাইবুর রহমান ৮৮(১৯৫)
তাইজুল ইসলাম ৪২.২-৭-১০৫-৫

রাজশাহী ডিভিশনঃ ১৯৭/১০(৭৭.৫), ১০৬/৫(৬৪)
জহুরুল ইসলাম ৪০(১৮১)
সুমন খান ১৫-৪-২১-২

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »