প্রথম ভারতীয় বোলার হিসেবে ২টি ওডিআই হ্যাট্রিক কুলদীপের

সাজিদা জেসমিন »

ইন্ডিয়ার হয়ে প্রথম বোলার হিসেবে ২টি ওডিআই হ্যাট্রিক করলেন কুলদীপ যাদব। গত ১৮ই ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত ম্যাচে তিনি এ-ই কীর্তি গড়েন। ১০ওভার বল করে ৫২রান খরচায় তুলে নেন আন্তর্জাতিক ক্যারিয়ারের ২য় ওডিআই হ্যাট্রিক। ম্যাচের ৩২তম ওভারে হ্যাট্রিকটি আসে। এবং এরই সাথে ভারতের হয়ে প্রথম বোলার হিসেবে ২টি ওডিআই হ্যাট্রিক অর্জনের গৌরব অর্জন করেন কুলদীপ।

কুলদীপ ব্যতীত ইন্ডিয়ার হয়ে ওডিআই ক্রিকেটে ১টি করে হ্যাট্রিক পেয়েছেন চেতন শর্মা, কপিল দেব এবং মোহাম্মদ শামী। দলীয়ভাবে রেকর্ডের পাশাপাশি দুইটি করে ওডিআই হ্যাট্রিক অর্জনের ক্ষেত্রে কুলদীপ বর্তমানে ৬ষ্ঠ বোলার। কুলদীপের প্রথম ওডিআই হ্যাট্রিকটি আসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৭ সালে।

এছাড়াও একের অধিক ওডিআই হ্যাট্রিক করা বোলারদের তালিকায় যারা আছেন তারা হলেন :

লাসিথ মালিঙ্গা : ২০০৭(বিপক্ষ দক্ষিণ আফ্রিকা),২০১১(বিপক্ষ কেনিয়া), ২০১১( বিপক্ষ অস্ট্রেলিয়া)।

ওয়াসিম আকরাম : ১৯৮৯(বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ), ১৯৯০( বিপক্ষ অস্ট্রেলিয়া)।

সাকলাইন মুস্তাক : ১৯৯৬(বিপক্ষ জিম্বাবুয়ে), ১৯৯৯(বিপক্ষ জিম্বাবুয়ে)।

চামিন্দা ভাস : ২০০১(বিপক্ষ জিম্বাবুয়ে),২০০৩ ( বিপক্ষ বাংলাদেশ)।

ট্রেন্ট বোল্ট : ২০১৮( বিপক্ষ পাকিস্তান), ২০১৯(বিপক্ষ অস্ট্রেলিয়া)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »