প্রথম বারের মতো ওপেনিংয়ে নেমে রোহিতের বাজিমাত!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে ২৮ ম্যাচে ৪৮ ইনিংসে ব্যাট করেছেন ভারতের হার্ডহিটার ওপেনার রোহিত শর্মা। টেস্ট বাদে আন্তর্জাতিক ক্রিকেটে বাকি দুই ফরম্যাটে (ওডিআই,টি-টুয়ান্টি) নিয়মিত ওপেনিং করে থাকেন তিনি।

সাউথ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ওপেনিং এ নেমে মাএ ০২ বল মোকেবেলা করে ফিলান্ডার বলে ০ রানে আউট হয়ে ফিরে যান তিনি।
তবে আজ মূল ম্যাচে ঘুরে দাড়িয়েছেন তিনি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

টেস্ট ক্রিকেটে প্রথম বারের মতো ওপেনিংয়ে নেমেই সেঞ্চুরি করে বসলেন রোহিত শর্মা। খেলেছেন ১৭৪ বলে ১২ চারে ও ০৫ ছয়ে অপরাজিত ১১৫ রানের একটি ঝকঝকে ইনিংস।

আজ আফ্রিকা বিপক্ষে টেস্টে ওপেনিং এ অভিষেক হলো রোহিত শর্মার। টেস্ট ক্রিকেটে এ প্রথম ওপেনিং এ ব্যাট করতে নামলেন ভারতের এ ব্যাটিং দানব। তিনি সর্বোচ্চ ব্যাট করেছেন ৬নং পজিশনে। যেখানে ২৫ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ৬ ফিফটি’তে ৫৪.৫৮ এভারেজে সংগ্রহ ১০৩৭ রান।সর্বোচ্চ ১৭৭ রানের ইনিংস,এটিই টেস্ট ক্যারিয়ারে এখনো সর্বোচ্চ রানের ইনিংস রোহিত শর্মার।

দ্বিতীয় সর্বোচ্চ ব্যাট করেছেন ৫নং পজিশনে ১৬ ইনিংসে।যেখানে তিনি ০৩ ফিফটি’তে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংসে ২৯.১৩ এভারেজে সংগ্রহ করেছেন ৪৩৭ রান।তাছাড়া তিনি ৩নং পজিশনে ০৫ ইনিংসে ও ৪নং পজিশনে ০১ ইনিংসে ব্যাট করেছেন।৩ নং পজিশনে ০১ ফিফ’টিতে (৫৩ রান) সংগ্রহ ১০৭ রান এবং ০৪ নং পজিশনে মাএ ০৪ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »