প্রথম বাংলাদেশী হিসেবে আরও একটি টি-২০ লিগে দল পেলেন সাকিব

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আধুনিক ক্রিকেটে বর্তমান সময়ে ফেরি করে বেড়াচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সাকিব আল হাসান। বিশ্ব সেরা এই অলরাউন্ডার সারা বিশ্বে চলা ঘরোয়া টি-২০ লিগগুলোতে খেলে যাচ্ছেন নিয়মিতই। আইপিএল, বিগ  ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পর এবার আরও একটি টি-২০ লিগে দল পেলেন সাকিব।

গতকাল (২০ জুন) অনুষ্ঠিত হয় কানাডার ক্রিকেটের ঘরোয়া আসর গ্লোবাল টি-২০ লিগের আগামী আসরের নিলাম। টুর্নামেন্টের দল ব্রাম্পটন উলভস দলে অন্তর্ভূক্ত করেছে সাকিবকে।

গত বছর টুর্নামেন্টে অংশ নিয়েছিল ছয়টি দল। সাকিবের দলের কোচ হিসেবে থাকবেন সাবেক ক্যারিবিয়ান তারকা ও বর্তমানে আফগান ক্রিকেট দলের কোচ ফিল সিমন্স।

ঘরোয়া ক্রিকেটের এই টুর্নামেন্টটিতে অন্যান্য দলগুলোতে ভাগ হয়ে খেলতে দেখা যাবে ফাফ ডু প্লেসিস, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, ডোয়াইন ব্রাভো, যুবরাজ সিং, কেন উইলিয়ামসন সহ অন্যান্য তারকা ক্রিকেটাররা।

উল্লেখ্য, এই লিগে এর আগে কোনো বাংলাদেশী ক্রিকেটার অংশ নিতে পারেননি। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে আগামী আসরে খেলতে যাচ্ছেন সাকিব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »