প্রথম বলে সাইফউদ্দিনের উইকেট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে আফগানিস্তান। অপরবর্তিতে একাদশ নিয়ে মাঠে নেমেছে উভয় দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।

ম্যাচের প্রথম বলেই দারুণ এক সুইং ডেলিভারীতে রহমানুল্লাহ গুরবানজকে বোল্ড করেছেন টাইগার পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। বল হাতে প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন তিনি। আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ঝড়ো ব্যাটিং করেছিলেন গুরবানজ। আজ প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফিরলেন তিনি।
আফগানিস্তানের স্কোর এক উইকেট শূণ্য রান। হজরতউল্লাহ জাজাইয়ের সাথে জুটি বেঁধেছেন নাজিব তারাকাই।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »