নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় ক্রিকেট লীগ ( এনসিএল) এর এবারের আসর শুরু হতে যাচ্ছে আগামী ১০ শে অক্টোবর থেকে। এবারের জাতীয় ক্রিকেট লীগকে আগের তুলনায় আরও আকর্ষনীয় করতে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বিসিবি ও টুর্নামেন্ট কমিটি। এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এবার এনসিএলে দেখা যাবে তামিম,রিয়াদ মুশফিকদের। এর আগের লীগ গুলোতে অবশ্য বেশ কয়েক বছর হলো দেখা যায় না তাদের।
লঙ্গার ভার্সনে দল খারাপ করলে আঙ্গুল উঠে লীগ গুলোর কাঠামো নিয়ে আর তখন সবাই দোষারোপ করতে থাকে জাতীয় দলের খেলোয়াড়েরা লীগ গুলোতে না খেলাতে। তবে এবার বিসিবির কড়া হুঁশিয়ারি খেলতে হবে জাতীয় দলের সব ক্রিকেটারকে।
চার বছর পর এনসিএলে এবার দেখা যাবে তামিম আর রিয়াদকে আর ২ বছর পর দেখা যাবে মুশফিককে। মাশরাফী টেস্ট না খেলায় আর টেস্টের জন্য উপযোগী ফিটনেস না থাকায় দেখা যাবে না তাকে আর সিপিএলে ব্যস্ত থাকায় দেখা যাবে না সাকিব আল হাসানকেও।
সামনের মাসে ভারত সিরিজ আর ভারত সিরিজের আগে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। জাতীয় দলের ব্যস্ততার কারনে পুরো লীগে দেখা যাবে না জাতীয় দলের ক্রিকেটারদের তবে অন্তত দুটি রাউন্ড খেলার ব্যাপারে আশাবাদী বোর্ড। সব কিছু ঠিক থাকলে সাকিব আর মাশরাফী বাদে প্রথম রাউন্ডে জাতীয় দলের সব ক্রিকেটারকে দেখা যাবে এবারের এনসিএলে।