শোয়েব আক্তার »
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিসিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সাউথ জোন ও নর্থ জোন। টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন নর্থ জোনের অধিনায়ক নাইম ইসলাম।
ব্যাট করতে নেমে সাউথ জোনের উদ্ভোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও শাহরিয়ার নাফিস ব্যর্থ হলেও ওয়ান ডাউনে খেলতে নামা ফজলে মাহমুদ রাব্বি সেঞ্চুরি হাঁকান। সেঞ্চুরি হাঁকানোর পথে রাব্বি ১৬৪ বল মোকাবেলা করেন এবং ৩ টি ছয় ও ১৭ টি চার হাঁকান। দলীয় ২২৪ ও ব্যক্তিগত ১২৫ রানে তানভীর হায়দারের বলে আউট হন ফজলে মাহমুদ। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৩১ ও শামসুর রহমান ২৭ রানের উপর ভর করে সব কয়টি উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করেন।
নর্থজোনের পক্ষে সুমন খাঁন ১৯.৪ ওভার বল করে ৬৭ রানের বিনিময়ে ৩ টি উইকেট লাভ করেন। এছাড়া ইবাদত হোসেন, তাসকিন আহমেদ ও আরিফুল হক ২ টি করে ও তানভীর হায়দার ১ টি করে উইকেট লাভ করেন।
২৬২ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে নর্থজোন। ইনিংসের প্রথম ওভারেই শফিউল ইসলামের বিধ্বংসী বোলিং এ কোন রান না করেই লিটন দাস, মিজানুর রহমান এবং জুনাইদ সিদ্দিকি(২) ও নাইম ইসলাম(২) আউট হয়ে যান। প্রথম ওভার শেষে নর্থজোনের সংগ্রহ দাঁড়ায় ৪ রানে ৪ উইকেট! ১১তম ওভারে দলীয় ৪৬ রানের মাথায় সানজামুল ইসলাম কে ব্যক্তিগত ১৬ রানে আউট করে ইনিংসের পঞ্চম উইকেট শিকার করেন শফিউল ইসলাম। শেষ পর্যন্ত ১২ ওভারে ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করে নর্থজোন।
হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সেন্ট্রাল জোন ও ইস্ট জোন। টসে জিতে ফিন্ডিং এর সিদ্ধান্ত নেন ইস্ট জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেন্ট্রাল জোনের পক্ষে বড় কোন ইনিংস খেলতে পারেন নি দলের ব্যাটসম্যানরা। একমাত্র হাফ সেঞ্চুরিটি করেন উদ্ভোধনী ব্যাটসম্যান সাইফ হাসান। ২১৪ বল মোকাবেলা করে ৫৮ রানের ইনিংস খেলার পথে ২ টি ছয় ও ৫ টি চার হাঁকান তিনি। এছাড়া আরেক ওপেনার সৌম্য সরকারও ৩৬ রান করেন।
এছাড়া তাইবুর রহমানের ৪৬ ও সোহরোওয়ার্দি শুভ’র ৩১ রানের সুবাদে ৭৫.১ বলে ২১৩ রান সংগ্রহ করতে পারে সেন্ট্রাল জোন। সেন্ট্রাল জোনের ব্যাটিং অর্ডারে একাই ধ্বস নামান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২২ ওভার বল করে ৫৮ রানের বিনিময়ে ৫ টি উইকেট নেন তিনি। এছাড়া আবু জায়েদ রাহী ও নাঈম হাসান ২ টি ও হাসান মাহমুদ ১ টি করে উইকেট লাভ করেন।
কুয়াশার কারণে বিলম্বে ম্যাচ শুরু হওয়ায় মাত্র দুই বলের জন্য ব্যাট হাতে মাঠে নামতে হয় ইস্টজোনের দুই উদ্ভোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষ ও তামিম ইকবাল কে। মুস্তাফিজুর রহমানের করা ওই দুই বলে ইস্টজোন কোন রান নিতে পারে নি অন্য দিকে সেন্ট্রাল জোন কোন উইকেট ও ফেলতে পারে নি।