https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দল খুলনার শেখ আবু নাসের চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে। আনঅফিসিয়াল টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম দিনে নাজমুল হোসেন শান্তর অপরাজিত সেঞ্চুরিতে ভর করে সুবিধাজনক স্থানেই রয়েছে বাংলাদেশ।
দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি টাইগারদের। দলীয় মাত্র ১২ রানেই ওপেনার মোহাম্মদ নাইমের উইকেট বিসর্জন দেয় বাংলাদেশ ইমার্জিং দল। দলীয় ৮১ ও ব্যক্তিগত ১৮ রানে রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার সাইফ হাসান। সুবিধা করতে পারেননি ইয়াসির আলিও। কিন্তু ব্যাট হাতে ব্যতিক্রম ছিলেন নাজমুল হোসেন শান্ত। লঙ্কান বোলারদের শক্ত হাতে মোকাবেলা করে একাই দলকে টেনে নিয়ে গেছেন তিনি। প্রথম দিন শেষে শান্ত অপরাজিত আছেন ১২৪ রানে। অন্যদিকে আফিফা হোসেন ধ্রুব প্যাভিলিয়নে ফেরত যাবার আগে করেছেন ৫৪ রান। প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান।