প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে সিলেট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একদিন বিরতি দিয়ে সোমবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সিলেট পর্বে দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপেক্ষ মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় দুর্দান্ত ঢাকার প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট পর্বের শুরটা বেশ ভালো হেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। প্রথম ম্যাটে তামিম-মুশফিক-রিয়াদদের বরিশালকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বন্দরনগরীর দলটি। সিলেটেরর বিপক্ষেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় চট্টগ্রাম। গত ম্যাচে বেশ বড় সংগ্রহই পেয়েছিল তারা। দলে বিদেশি ক্রিকেটাররাও ছন্দে থাকায় এই ম্যাচেও সেই প্রত্যাশাই করবে চট্টগ্রাম টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে এবারে বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে দুর্ভাগা দল সিলেট স্ট্রাইকার্স। তিন ম্যাচের তিনটিতেই হেরে পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে গতবারের রানারআপরা। সর্বশেষ ম্যাচে কুমিল্লার দেয়া ১৩১ রানের টার্গেটও টপকাতে পারেনি তারা। অলআউট হয়েছে মাত্র ৭৮ রানে। তাইতো চট্টগ্রামের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে প্রথম জয়ের জন্যই মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল।

দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে খুলনা। টানা তিন জয়ে এবারের বিপিএলে একমাত্র অপরাজিত দল খুলনাই টাইগার্স। এভিন লুইজ, দাসুন সানাকা, মোহাম্মদ নেওয়াজের মতো বিদেশি ক্রিটোরটা রয়েছেন ছন্দে। তাই তো জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই মাঠে নামবে এনামুল হক বিজয়ের দল।

আর জয় দিয়ে বিপিএর শুরু করা দুর্দান্ত ঢাকার আবার কিছুটা ব্যাকফুটে। টানা দুই পরাজয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে মোসাদ্দেক হোসেনের দল। সর্বশেষ ম্যাচে রংপুরের কাছে বেশ বাজে ভাবেই হেরেছে ঢাকা। খুলনাকে হারিয়ে জয়ের ধারায় ফিরতেই মাঠে নামবে দুর্দান্ত ঢাকা।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »