প্রথম এক ঘন্টা যেটা হয়েছে সেটা বিস্ময়কর- কামিন্স

ডেস্ক রিপোর্ট »

ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিজেদের বোলিং লাইনের লেন্থ নিয়ে কিছুটা হতাশ ছিলেন অস্ট্রেলিয়ার পেসাররা। তারপর প্রথম ইনিংস শেষে নিজেদের বোলিংয়ের খুঁটি-নাটি সব খুঁজে সমাধান বের করেন তারা। যে কারণে দ্বিতীয় ইনিংসে এসেই আগুন ঝরানো বোলিং করেছেন অজি পেসাররা।

 

তবে খুব দ্রতুই যে তাদের এই লাইন লেন্থ আগের রূপে ফিরে আসবে সেটা ভাবতেই পারেননি অজি পেসার প্যাট কামিন্স। কারণ তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় যেটা ঘটেছে তা রীতিমতো বিস্ময়কর কিংবা অবিশ্বাস্য বলে জানিয়েছেন তিনি। হ্যাজেলউডের ৫ উইকেট এবং কামিন্সের ৪ উইকেটের কল্যাণে ভারতকে মাত্র ৩৬ রানে গুড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। যা কি-না ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

 

দ্বিতীয় ইনিংসে ভারতকে মাত্র ৩৬ রানে আটকে দিতে পারবেন এমনটা ভাবেননি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই বোলার। চ্যানেল সেভেনকে দেয়া এক সাক্ষাৎকারে ডানহাতি এই পেসার জানান,”আমরা ভেবেছিলাম, যদি ওদের ২০০ রানের মধ্য রাখতে পারি এবং ব্যাটিংয়ে ভালো করতে পারি তাহলে আমরা ম্যাচে থাকব। কিন্তু প্রথম ঘণ্টায় যা ঘটেছে তা একবারে বিস্ময়কর। এটা এমন একটি দিন যখন সব কিছু কাজে লেগেছ। আমরা যা করার চেষ্টা করেছি তার সবই কার্যকর হয়েছে।’’

 

দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের লেন্থ পরিবর্তন করেন অজি পেসাররা। আর তাতেই মিলেছে সাফল্য। কামিন্স মনে করেন, তারা সৌভাগ্যবান যে তাদের সব পরিকল্পনাই কাজে দিয়েছে।

 

এ প্রসঙ্গে তিনি বলেন,’‘প্রথম ইনিংসে আমরা দেখছিলাম পিচে অনেকটা বাউন্স আছে। যে কারণে স্টাম্পে বল করার জন্য প্রায় হাফ ভলি লেংথে বল করতে হতো। আমরা আজকে কিছুটা ফুল লেংথে বোলিং করেছি, ব্যাটসম্যানদের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পরীক্ষায় ফেলতে পেরেছি। ওদের বল ছাড়াটাও কঠিন করেছি, সৌভাগ্যবশত আজ আমাদের সবই কাজে লেগেছে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »