প্রথম ইনিংস শেষ টাইগারদের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাল্লেকেলেতে সিরিজের ২য় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে লংকানদের করা ৪৯৩ রানের জবাবে প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয়ে ফলোয়ানে পড়েছে টাইগাররা।

৩য় দিনে ব্যাট করতে নেমে ডিকভেলার ফিফটিতে ৭ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে লংকানরা। লংকান দের পক্ষে করুনারত্নের ১১৮ ও থিরিমান্নের ১৪০ ছাড়া ডিকভেলা করেন ৭৭ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ নেন ১২৭ রানে ৪ উইকেট।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা দারুন ভাবে করে বাংলাদেশ। তামিমের দ্রুতগতির ব্যাটিংয়ে ওপেনিং জুটিতেই আসে ৯৮ রান! তামিম তুলে নেন দূর্দান্ত ফিফটি। এরপর দলীয় ৯৮ রানে সাইফ হাসান মাত্র ২৫ রান করে আউট হন। লাঞ্চ বিরতির এক বল বাকি থাকতে চার বলে শূন্য রানে আউট হন নাজমুল শান্ত।

এরপর লাঞ্চ বিরতির পর তামিম-মুমিনুলের অর্ধশত জুটির পথে তামিম ফেরেন ৯২ রানে। মাত্র ৮ রানের আক্ষেপে সেঞ্চুরি মিস করেন তামিম। এরপর ফিফটির কাছাকাছি যেয়ে মুশফিক ও মুমিনুল দুইজনই আউট হলে শুরু হয় টাইগারদের দৈন দশা! এরপর তরুন তুর্কি অভিষিক্ত জায়াউইক্রিমার মেইডেন ফাইফরে টানা উইকেট পড়তে থাকলে দলীয় ২৫১ রানেই অলআউট হয় বাংলাদেশ। জয়াউইক্রিমা একাই নেন ৬ উইকেট।

২৪২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে বাংলাদেশ!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »