https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা এবং দক্ষিণ আফ্রিকার মারিয়াস এরাসমাসকে।
ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে আইসিসির পক্ষ থেকে যোগ্য আম্পায়ারকেই দায়িত্ব দেয়া হবে সেটা অনুমেয়ই ছিল। কিন্তু সেমি ফাইনালে জেসন রয়ের বিতর্কিত আউট দেয়ার পরও ফাইনালে এসে আবারও ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে সেই ধর্মসেনাকেই।
ইনিংসের বয়স তখন মাত্র ৩ ওভার। ক্রিস ওকস বল করেন নিউজিল্যান্ডের ওপেনার হেনরি নিকোলাসকে। ওকসের করা বলে এলবিডব্লিউ এর আবেদন করলে সেখানে আউটের সিদ্ধান্ত নেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তবে রিভিউ নিয়ে বেঁচে যান নিকোলাস।
এরপর কেন উইলিয়ামসনের কট বিহাইন্ড আউটটি দিতেও ভুল সিদ্ধান্ত করেন ধর্মসেনা। উইলিয়ামসন আউট হলেও তাকে প্রথমে আউট দেননি এই আম্পায়ার। কিন্তু ইংল্যান্ডের পক্ষ থেকে রিভিউ নিলে শেষ পর্যন্ত আউট দিতে বাধ্য হন ধর্মসেনা।
অন্যদিকে নিউজিল্যান্ডের ইনিংসে আরও একটি ভুল সিদ্ধান্ত দেন অন্য আম্পায়ার এরাসমাস। দলের হাল টেনে নেয়া রস টেলরকে বিতর্কিত সিদ্ধান্তের শিকার করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন আম্পায়ার এরাসমাস।
ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ভুলভাল আম্পায়ারিংয়ের কারণে দর্শকদের মনে দেখা দিয়েছে ক্ষোভ।