নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে এটা তৃতীয় টেস্ট। আর তৃতীয় টেস্টে এসেই প্রথম আফগান ক্রিকেটার হিসেবে প্রথম শতকের দেখা পেলেন রহমত শাহ। মূলত তার ব্যাট চড়েই চট্টগ্রাম টেস্টে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে আফগানিস্তান।
এর আগে সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান দলপতি রশিদ খান। কিন্তু শুরুতেই তাইজুলের ঘূর্ণি বোলিংয়ে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান। দলীয় ৭৭ রানে মধ্যাহ্ন বিরতির আগে মাহমুদউল্লাহের শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফিরেন শাহীদি। সেখান থেকেই দল হাল ধরেন রহমত শাহ। আসগর আফগানকে নিয়ে দেখেশুনে খেলতে থাকা এই ব্যাটসম্যান তুলে নেন নিজের ক্যারিয়ারের এবং টেস্ট ক্রিকেটে আফগান ক্রিকেটার হিসেবে প্রথম সেঞ্চুরি।
দলের বিপর্যয়ে দুর্দান্ত এক শতক হাঁকানো রহমত শাহ ১০২ রান করে নাঈম হাসানের শিকারে পরিণত হোন। তার ১০২ রানের ইনিংসে ছিলো ১০ টি চার আর ২ টি ছক্কা।