প্রথমবারের মত সিপিএল খেলতে সাকিবের সঙ্গে যাচ্ছেন লিটন!

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

ত্রিদেশীয় সিরিজের পর্দা নেমেছে গতকাল (২৪ সেপ্টেম্বর)। বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ পণ্ড হলেও আনুষ্ঠানিকতা গতকালই শেষ। সিরিজ চলাকালেই খবর পাওয়া গিয়েছিল এই সিরিজ শেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ছাড়পত্রও আগেই দেয়া হয়েছিল সাকিবকে।

সিপিএলের দল বার্বাডোস ট্রাইডেন্সের হয়ে মাঠ মাতাতে যাচ্ছেন সাকিব আল হাসান। আজ (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ঢাকা ছাড়বেন সাকিব।

তবে শেষ মুহূর্তে এসে সাকিব আল হাসানের সাথে সিপিএল মাতাতে যাচ্ছেন লিটন কুমার দাস। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী সাকিব আল হাসানের সাথে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ঢাকা ত্যাগ করবেন লিটন দাসও।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল জ্যামাইকা তালাওয়াশের জার্সিতে সিপিএল মাতাতে দেখা যাবে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসকে।

উল্লেখ্য, সিপিএলের ফাইনালে যদি লিটন কিংবা সাকিব আল হসানের উঠেও যায় তাহলেও দুই জনের কেউই অংশ নিতে পারবেন না সেই ম্যাচে। কেননা ভারত সফরের জন্য উইন্ডিজ ত্যাগ করে আবারও দেশে ফেরত আসতে হবে তাদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »