প্রথমবারের মত দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে আফিফ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

সারা বিশ্বে এখন চলছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেটের যুগ। সারা বিশ্বে ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে ক্রিকেটের ফেরি করে বেড়ানো অনেক মহা তারকারা ইতোমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন। এমনই একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএল।

ষষ্ঠ আসর শেষ করে সপ্তম আসরের আয়োজন করতে যাচ্ছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মাহমুদউল্লাহ রিয়াদরা ওই লিগের নিয়মিত সদস্য হিসেবেই পরিচিত। সপ্তম আরের জন্য বাংলাদেশ থেকে ১৮ জন ক্রিকেটার নাম লেখালেও সেখান থেকে কেবল দল পেয়েছেন আফিফ হাসান ধ্রুব।

ক্যরিবিয়ান প্রিমিয়ার লিগের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়স তাকে দলে ভিরিয়েছে। প্রথমবারের মত কদেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাচ্ছেন আফিফ। পাশপাশি দেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া ক্রিকেটারও তিনি।

বাংলাদেশ থেকে সাকিব-তামিমরা দল না পাওয়ার কারন হল সিপিএল চলাকালে বাংলাদেশ জাতীয় দল ব্যস্থ থাকবে আফগানিস্তান অথবা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলাতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »