নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবার নতুন আঙ্গিকে বসতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল ) এর সপ্তম আসর। এবারের বিপিএল পুরোটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) নিজে তত্ত্বাবধায়ন করবে। পুরো আয়োজন নিজেই করবে বিসিবি। আর তাই তো এবার বিপিএল এর লোগোও নতুন করে তৈরি করা হয়েছে। আর এবারের বিপিএল এর নাম করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। মূলত আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন হবে। এতে ক্রীড়া ক্ষেত্রে অনেক উদ্যোগ নেয়া হয়েছে। আর তারই এক আয়োজন এই বিপিএল। যার জন্য এই নামকরণ। এবারের বিসিবি কর্তৃক আয়োজিত এবারের বিপিএল এ তরুণ ক্রিকেটারদের আধিপত্য দেখা গিয়েছে বেশি। আর এবারের বিপিএল এ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ওপেনিং ব্যাটসম্যান রুবেল মিয়া। এবারে রুবেল মিয়া খেলবেন সিলেট থান্ডার্সের হয়ে।
রুবেল মিয়া ৫ই আগষ্ট ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন। লিস্ট ” এ ” ক্রিকেটে তার অভিষেক হয় ২০১৪-১৫ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ওল্ড ডিওএইচএস এর হয়ে ১১ই নভেম্বর ২০১৪ সালে। ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টিতে তার অভিষেক হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ২৬শে জানুয়ারি ২০১৯ সালে। এই টি-টোয়েন্টি টুর্ণামেন্টে তিনি ছিলেন সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান। ৩ ম্যাচে তিনি ১২৯ রান করেছেন।
রুবেল মিয়া লিস্ট ” এ ” ক্রিকেটে ২৬ ম্যাচে ২৬ ইনিংসে ব্যাট করেছেন, যার একটিতে অপরাজিত ছিলেন, সর্বমোট রান করেছেন ৫৬৬, সর্বোচ্চ স্কোর: ৭৩*, গড়- ২২.৬৪, স্ট্রাইক রেট: ৬৪.৫৩, হাফ সেঞ্চুরি: ২ টি, বাউন্ডারি মেরেছেন: ৬২টি, ওভার বাউন্ডারি মেরেছেন: ৬টি, ক্যাচ নিয়েছেন: ৫টি।
রুবেল মিয়া ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ৩টি ম্যাচ খেলে ৩টি ইনিংসেই ব্যাট করেছেন, রান করেছেন: ১২৯, সর্বোচ্চ: ৭৬, গড়: ৪৩.০০, স্ট্রাইক রেট: ১২০.৫৬, হাফ সেঞ্চুরি: ১টি, বাউন্ডারি মেরেছেন: ১২টি, ওভার বাউন্ডারি: ৫টি।
মূলত গত ঢাকা লীগের যে টি-২০ ও ওয়ানডে ফরম্যাটে খেলেছিলেন রুবেল মিয়া সেখানেই বাজিমাত করেছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান। সেখানে ৭৬ রানের এক ঝড়ো ইনিংস খেলেছিলেন মা ছিলো ম্যাচ জয়ী ইনিংস। আরেকটি ম্যাচে জয়ের অবদান রেখেছিলেন রুবেল মিয়া। সেখানে করেছিলেন ৪৪ রান। ২০১৪ সালে লিস্ট ” এ ” ক্রিকেটে অভিষেক হলেও বিপিএল থেকে সুযোগ বঞ্চিত ছিলেন। তবে ঢাকা প্রিমিয়ার লীগের পারফর্ম বিপিএল এ সুযোগ করে দিলো ২৭ বছর বয়সী রুবেল মিয়াকে।