নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সংযুক্ত আরব আমিরাতের আয়োজিত প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (আইএলটি২০) পর্দা উঠছে। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টায় এই টুর্নামেন্টে মাঠে গড়াবে। মোট ৩৪ ম্যাচের এ টুর্নামেন্ট আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই ক্যাপিটালস ও আবুধাবি নাইট রাইডার্স শুরু করবে প্রথম আসরের লড়াই।
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) এর প্রথম আসরে ছয় দল অংশ নিয়েছে। টুর্নামেন্টের দলগুলো হলো- দুবাই ক্যাপিটালস, আবুধাবি নাইট রাইডার্স, এমআই এমিরেটস, শারজা ওয়ারিয়র্স, গালফ জায়ান্টস ও ডেজার্ট ভাইপার্স।
এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত টি২০ লিগের ভেন্যু হিসেবে থাকছে দুবাই, শারজা ও আবুধাবি।
এবারের লিগে ২৪ জন আমিরাতি ক্রিকেটার ও শতাধিক আন্তর্জাতিক ক্রিকেটার থাকছে। এই টুর্নামেন্টে প্রত্যেক দলের একাদশে সর্বোচ্চ ৯ জন বিদেশি ও ২ জন স্থানীয় ক্রিকেটার থাকা বাধ্যতামূলক। বিদেশিদের মধ্যে কমপক্ষে দুজন সহযোগী দেশের ক্রিকেটার থাকতে হবে।
এস.আর/নিউজক্রিকেট২৪