প্রত্যাবর্তনের ম্যাচ রাঙিয়ে রাখলেন  মোস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইপিএলে প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের জার্সিতে প্রথম তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে হঠাৎ দেশে ফিরে আসায় চেন্নাইয়ের হয়ে চতুর্থ ম্যাচ খেলতে পারেননি টাইগার পেসার। এক ম্যাচ বাদে আজ আবারো চেন্নাইয়ের হয়ে ফিরেছেন মোস্তাফিজ

মোস্তাফিজের ফেরার দিনে চিপকে ব্যাট হাতে দিশেহারা ছিল টানা তিন ম্যাচ জেতা কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজুর রহমানের কাটার ও রবীন্দ্র জাদেজার স্পিনে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান সংগ্রহ করেছে কলকাতা। চিপকে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। মোস্তাফিজের ফেরার দিনে একাদশ থেকে বাদ পড়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

ইনিংসের দ্বিতীয় ওভারেই বল করতে আসেন মোস্তাফিজ। পাওয়ার প্লেতে নিজের প্রথম ওভারে মাত্র ৬ রান দেন এই বাঁহাতি পেসার। এরপর চেন্নাই বোলারদের ওপর চড়াও হন সুনীল নারিন ও রাঘুবংশী। এই দুই ব্যাটসম্যান মিলে প্রথম পাঁচ ওভারেই তোলেন ৫০ রান। কলকাতার ব্যাটসম্যানদের লাগাম টানতে আবারো মোস্তাফিজের হাতে বল তোলে দেন গায়কোয়াড়।

পাওয়ার প্লের শেষ ওভারেও মোস্তাফিজের গতির বিপক্ষে বড় কিছু করতে পারেনি কলকাতার ব্যাটসম্যানরা। নিজের প্রথম ওভারের মতো দ্বিতীয় ওভারেও মাত্র ৬ রান দেন টাইগার পেসার। মিডেল ওভারে কলকাতার ব্যাটসম্যানদের স্পিন জাদুতে।

জাদেজার ঘূর্ণি জাদুতে ৫৬ রানে ১ উইকেট থেকে ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে কেকেআর। রামানদীপ সিংকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেছিলেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবে ১২তম ওভারে রামান্দীপকে ফেরান থিকসানা। এরপর রানের গতি আর বাড়াতে পারেনি কলকাতা। কেকেআরের হার্ড হিটার খ্যাত আন্দ্রে রাসেল ১৭তম ওভারে যখন ক্রিজে নামলেন তখন তাদের স্কোরবোর্ডে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১২ রান। রাসেলের ব্যাটে শেষদিকে ঝড়ো ইনিংসের আশায় ছিলেন কলকাতার ভক্তরা। তবে তা ধূলিসাৎ করে দেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »