সানিউজ্জামান সরল »
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রতি সম্মান জানাতে ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন মাধ্যম। এরই ধারাবাহিকতায় এবার ক্রিকেট ম্যাচের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানাতে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হবে। এটা তো সবারই জানা।
কয়েকদিন আগে জানা গিয়েছিলো, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার একটি ম্যাচ ভারত নিজেরা আয়োজন করবে এবং এই ম্যাচের মাধ্যমে একটি স্টেডিয়ামও নতুন করে উদ্বোধন করবে। তবে সেটা এবার কেবল গুঞ্জনেই সমাপ্তি হতে চলেছে। ভারত আয়োজন করবে না কোন ম্যাচ।
গতকাল (২১ জানুয়ারি) ভারত বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলির সঙ্গে বৈঠক শেষে আজই (২২ জানুয়ারি) দেশে ফিরেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন। দেশে ফিরেই গণমাধ্যম কর্মীদের এ তথ্য দেন তিনি।
নিজামউদ্দিনের ভাষ্যমতে, ‘আসলে তারা একটি বড় মাঠ উদ্বোধন করতে চেয়েছিল। তাই একটি ম্যাচ আয়োজন করার পরিকল্পনা ছিল তাদের। তবে সেটা বোধহয় আর হচ্ছে না। কেননা যেই মাঠটি উদ্বোধন করার কথা ছিল, সেটি প্রস্তুত হতে আরো সময় লাগবে। যার ফলে তারা না করেছে। যে দুটি ম্যাচ আমাদের আয়োজন করার কথা ছিল, ঠিক সেভাবেই হবে।’
‘ওখানে (ভারত) ম্যাচ হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে তারা যদি চায়, পরবর্তীতে আয়োজন করতে পার। শুরু থেকেই ম্যাচটি আয়োজনে তাদের ব্যাপারই ছিল।’ __যোগ করেন তিনি।
সদ্য নির্বাচিত হওয়া ভারত ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি আগে জানিয়েছিলো, এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার একটি ম্যাচ আয়োজন করে তাদের এক স্টেডিয়াম পুনরায় উদ্বোধন করা হবে। তবে স্টেডিয়ামটির নির্মাণ কাজ এখনো শেষ না হওয়ায়, তা আর হচ্ছে না।