নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
উপমহাদেশে ম্যাচ হওয়া মানেই যেনো গ্যালারিতে দর্শকদের ফুলঝুরি। যা একটি ম্যাচকে বাড়তি উম্মাদনা দেওয়ার জন্য যথেষ্ট। তবে এতে করে একটু হলেও সমস্যায় পড়তে হয় সফরকারী দলটার। কেননা একই ম্যাচে দুটি প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হয় তাদের, একটি তাদের প্রতিপক্ষ আর অন্যটি গ্যালারিতে থাকা দর্শক। যার ফলে, সফরকারী দলটার প্রতিপক্ষের সাথে স্বাগতিক দর্শকদের সামলানোর কাজটাও ভালোভাবে রপ্ত করতে হয়। প্রোটিয়াদের ডিরেক্টর ইনচ এনকোয়ে বিষয়টা ভালোভাবেই বুঝতে পারছেন। আর তাইতো ক্রিকেটারদের আগেভাগেই সতর্ক থাকতে তাগিদ দিচ্ছেন তিনি।
অতি শীগ্রই ৩টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলতে ভারতে পা রাখবে আফ্রিকান শিবির। চলতি মাসের ১৫ তারিখে টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে আসন্ন এ সিরিজটি শুরু হতে যাচ্ছে। আর এ সিরিজে গ্যালারির দর্শকদের নিয়ে প্রোটিয়াদের কপালে চিন্তার ভাঁজ।
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে প্রোটিয়াদের ব্যর্থতার গল্প কম-বেশি সবারই জানা। এমন ব্যর্থতার পর হেড কোচকে সরিয়ে দিয়েছেন এবং দলটির সকল পরিচালনা ব্যবস্থা পাল্টে দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ড। প্রধান কোচকে বুড়ো আঙুল দেখিয়ে দলটির সকল দায়ভার অর্পণ করেছেন টিম ডিরেক্টরের কাছে। এখন থেকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেখভালের দায়িত্ব পালন করবেন দলের টিম ডিরেক্টর। নতুন এই পরিচালনা ব্যবস্থায় ভারত সিরিজের জন্য এই দায়িত্ব অর্থাৎ টিম ডিরেক্টর হিসেবে ‘ইনচ এনকোয়েকে’ নিয়োগ দেওয়া হয়েছে।
দায়িত্ব পেয়েই উঠে পড়ে লেগেছেন এনকোয়ে। আসন্ন ভারত সিরিজের আগে শিষ্যদের সতর্ক করতে গিয়ে তিনি বলেন, “ভারতের বিপক্ষে সিরিজ জিততে গেলে শুধু কোহলিদের আটকানোর পরিকল্পনা করলেই চলবে না। গ্যালারির দর্শকদের চিৎকারকে সামলে মনোযোগ ধরে রেখে ম্যাচ খেলতে হবে।” এটা নিয়ে বাড়তি কাজও করছেন বলে জানান তিনি, “দলকে ওভাবেই তৈরি করছি আমি, যাতে তারা গ্যালারির দর্শকদের সেই চাপ সামলে নিয়ে ম্যাচ খেলতে পারে। তিনি আরও বলেন, “আমাদের দলের বেশ কিছু ক্রিকেটার আছে; যারা প্রতিবছর আইপিএল খেলে থাকে। সেই সুবাধে সেখানকার উইকেট ও পরিবেশ সম্পর্কে ভালো একটা ধারণা রয়েছে তাদের। এই অবিজ্ঞতাটাই কাজে লাগাতে হবে ছেলেদের।”