পেসারদের মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন রহমত শাহ!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আফগানিস্তানের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন রহমত শাহ। আফগানিস্তানের হয়ে অনন্য এই কীর্তি গড়ে ইতিহাসের পাতায় নাম লেখিয়েছেন এই ব্যাটসম্যান।

বাংলাদেশ দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পর স্বভাবতই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রহমত শাহ। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আফগানিস্তানের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার স্বপ্ন ছিল আমার। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৮ রানে আউট হবার পর খারাপ লেগেছিল খুব। সুযোগ কাজে লাগাতে পেরেছি। এটা আমার জন্য গর্বের। দেশের হয়ে প্রথম হাফ সেঞ্চুরি ছিল আমার, সেঞ্চুরিটাও আমার হল।’

নতুন বলে বাংলাদেশের স্পিনারদের মোকাবেলা করা সহজ ছিল বলেও জানান তিনি। ‘নতুন বলে ব্যাট করাটা সহজ ছিল। শুরুতে কিছুটা কঠিন হলেও পরে সহজ মনে হয়েছে। আমাদের বিপক্ষে তারা খুব ভালো বোলিং করেছে। ফিল্ডিংও ভালো করে সাজিয়েছিল।’

‘তারা সাধারন কোনো স্পিনার নয়। সাকিবের সাথে অনে ভালো একতা স্পিন আক্রমণভাগ তাদের। সে বিশ্বের সেরা একজন স্পিনার। তাইজুল আর মিরাজেরও ভালো রেকর্ড আছে। আমরা ফাস্ট বোলারদের নিয়ে ভাবলেও তারা স্পিনারদের দিয়ে ঘায়েল করতে চেয়েছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »