পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্ট মাশরাফি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমে শুরুতে মাশরাফি ব্যাট করতে পাঠায় ভারতকে। ফিল্ডিং করতে নামা বাংলাদেশ দল শুরুর দিকে ভারতীয় ব্যাটসম্যানদের কিছুটা চেপে ধরলেও সেটা স্থায়ী হয়নি পুরো ইনিংসে। শেষের দিকে ভারতীয় ব্যাটসম্যানদের তান্ডবে বড় সংগ্রহ পায় তারা।

এদিকে বিশাল রান তাড়া করতে নেমে ম্যাচ হেরে বসা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি সন্তুষ্ট হয়েছেন পেস বোলারদের পারফরম্যান্সে। বিশেষ করে মুস্তাফিজ তার পুরনো গতি ফিরে পাওয়াতে বেজায় আত্মবিশ্বাসী মনোভাব প্রকাশ করেন টাইগার দলপতি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, ‘মুস্তাফিজ তার পুরনো গতি ফিরে পাওয়াতে আমি স্বস্তিতে আছি। সে খুব ভালো বল করেছে। বলের গতিও ছিল ১৪০ এর মত। মুস্তাফিজ এভারবে বল করতে পারলে আমাদের বোলিং বিভাগ আরও অন্য রূপে দেখা যাবে।’

এদিকে মুস্তাফিজের পাশাপাশি রুবেল সাইফউদ্দিনের প্রশংসা করতে ভুলেননি অধিনায়ক। ‘সাইফউদ্দিন ও রুবেল দুজনেই অনেক ভালো করেছে। আয়ারল্যান্ডে ভালো কিছু করতে না পারলেও নতুন বলে এখানে তারা ভালো করবে আশা করি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »